World Test Championship: তৃতীয় টেস্টে হেরে তিনে নেমে গেলেন কোহলিরা, শীর্ষে পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে (Headingley) টেস্টে লজ্জার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) বড়সড় ধাক্কা খেল ভারত (India)।

World Test Championship: তৃতীয় টেস্টে হেরে তিনে নেমে গেলেন কোহলিরা, শীর্ষে পাকিস্তান
সৌজন্যে-টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2021 | 2:34 PM

লিডস: ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে (Headingley) টেস্টে লজ্জার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) বড়সড় ধাক্কা খেল ভারত (India)। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাক্কায় ৩ নম্বরে নেমে গেলেন কোহলিরা (Virat Kohli)। লর্ডস টেস্টের পর শীর্ষে ছিলেন রোহিতরা (Rohit Sharma)। হেডিংলে টেস্টের পরই ২ ধাপ নেমে গেলেন রাহানেরা (Ajinkya Rahane)।

ইংল্যান্ড (England) সফর দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব শুরু করে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ট্রেন্ট ব্রিজে (Trent Bridge) প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে (Lords) দ্বিতীয় টেস্ট জেতে ভারত। লর্ডস টেস্ট জেতার পর ২ টেস্টে ১৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে চলে যান কোহলিরা। যেখানে পাকিস্তান (Pakistan) আর ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ১২ পয়েন্ট সংগ্রহ করে ভারতের পরে থাকে। হেডিংলি টেস্টে হারের পরই তিন নম্বরে নেমে যান রাহানেরা। চার নম্বরে আছে ইংল্যান্ড। ক্যারিবিয়ান সফরে সিরিজ ১-১ করে পাকিস্তান। দুই দলেরই সংগ্রহ ১২ পয়েন্ট। কিন্তু পার্সেন্টেজে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে সরিয়ে এক নম্বরে এখন পাকিস্তান। ২ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮.৮৮ শতাংশ পেয়ে তিনে ভারত। একই পার্সেন্টেজে চার নম্বরে রুটরা। উল্লেখ্য, স্লো ওভাররেটের (Slow Over-rate) জন্য ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই ২ পয়েন্ট করে কাটা গিয়েছে। বৃহস্পতিবার থেকে ওভালে (The Oval) শুরু সিরিজের চতুর্থ টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দফায় চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড (New Zealand)। সাউদাম্পটনে (Southampton) ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জেতেন উইলিয়ামসনরা (Kane Williamson)। প্রথম পর্বে দুরন্ত পারফর্ম করেন কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC WTC Final) হারলেও ভারতের অস্ট্রেলিয়া (Australia) সফর স্মরণীয় হয়ে থাকবে। কোভিডের পর পয়েন্ট সিস্টেমে বদল এনেছিল আইসিসি (ICC)। যার জন্য অস্ট্রেলিয়া সফরে জিততেই হত ভারতকে। শুধু তাই নয়, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও জিততে হত কোহলিদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারলেও সিরিজের বাকি ৩টে টেস্ট জেতে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের ফাইনাল হবে ২০২৩-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড সফরের পর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। নভেম্বরে হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। ফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে কোহলিদের সামনে। এরপরই ডিসেম্বরে প্রোটিয়া সফরে উড়ে যাবে ভারত। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলবেন রাহানেরা। দেশে ফিরে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলবে ভারত। এরপরই রয়েছে ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সিরিজ। দেশের মাঠে বর্ডার-গাভাসকর সিরিজ (Border-Gavaskar Series)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলবেন কোহলিরা। অস্ট্রেলিয়া সফরে শেষ দুটো সিরিজই জিতেছে ভারত। তাই বাড়তি খিদে নিয়েই এ দেশে আসবে অজিরা। বাংলাদেশ (Bangladesh) সফরে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলে চ্যাম্পিয়নশিপের লিগ পর্ব শেষ করবে ভারত।

আরও পড়ুন: India vs England 2021: হাঁটুর চোটে হাসপাতালে জাদেজা