AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England 2021: হাঁটুর চোটে হাসপাতালে জাদেজা

হাসপাতালে জাদেজার চোট পরীক্ষা করা হয়। শনিবার খেলা শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে হাসাপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেন জাড্ডু।

India vs England 2021: হাঁটুর চোটে হাসপাতালে জাদেজা
India vs England 2021: হাঁটুর চোটে হাসপাতালে জাদেজা
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 12:55 PM
Share

লিডস: হেডিংলিতে (Headingley) ইনিংস ও ৭৬ রানে হারের পরও দুশ্চিন্তা যাচ্ছে না ভারতীয় শিবিরে। তৃতীয় টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান বাঁ-হাতি অলরাউন্ডার। টেস্ট শেষ হওয়ার পর লিডসের (Leeds) এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাদেজাকে (Ravindra Jadeja)।

হাসপাতালে জাদেজার চোট পরীক্ষা করা হয়। শনিবার খেলা শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে হাসাপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেন জাড্ডু। ক্যাপশনে লেখা, ‘একদমই ভালো জায়গায় নেই।’ যদিও বোর্ড সূত্রের খবর, জাদেজার চোট তেমন গুরুতর নয়। হাঁটুতে চোট পাওয়ার জন্যই স্ক্যান করাতে হাসপাতালে ছুটতে হয় ভারতীয় অলরাউন্ডারকে। টেস্টের তৃতীয় দিন হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। চোট নিয়েই শনিবার ব্যাট করতে নামেন জাদেজা। ২৫ বলে ৩০ করে আউট হয়ে যান তিনি।

চোটের অবস্থা কেমন তা রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। চতুর্থ টেস্টে জাদেজার পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকেও (Ravichandran Ashwin) খেলানোর ভাবনা রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের। যদিও তৃতীয় টেস্টে লজ্জার হারের পরও অধিনায়ক বিরাট কোহলি বলেন, ৪ পেসার আর ১ স্পিনার নিয়েই চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞরা চাইছেন, জাদেজার বদলে অশ্বিনকে খেলানো হোক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অশ্বিন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিরুদ্ধেও অশ্বিনের সাফল্য রয়েছে। সম্প্রতি চোট সারিয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া সফরে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পর আইপিএলে (IPL) চোট সারিয়ে ফিরে এসেছিলেন।

আরও পড়ুন: India vs England 2021: কোহলিকে আউট করার সহজ উপায় ছিল, ফাঁস করলেন ওলি রবিনসন