Ben Stokes: স্টোকসের কাছেও ইংরেজি বড্ড কঠিন! পাক রিপোর্টারের একই প্রশ্ন তিনবার শুনলেন, তারপর…

Watch Video: নেটদুনিয়ায় বেন স্টোকসের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি প্রেস কনফারেন্স রুমে বসে রয়েছেন। ভিডিয়োটি পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের আগের প্রেস কনফারেন্সের। সেখানে পাকিস্তানের এক রিপোর্টার অত্যন্ত ভাঙা ইংরেজিতে বেন স্টোকসকে এক প্রশ্ন করেন।

Ben Stokes: স্টোকসের কাছেও ইংরেজি বড্ড কঠিন! পাক রিপোর্টারের একই প্রশ্ন তিনবার শুনলেন, তারপর...
Ben Stokes: স্টোকসের কাছেও ইংরেজি বড্ড কঠিন! পাক রিপোর্টারের একই প্রশ্ন তিনবার শুনলেন, তারপর...Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 24, 2024 | 6:50 PM

কলকাতা: বর্তমানে পাকিস্তানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। রাওয়ালপিন্ডিতে আজ, বৃহস্পতিবার শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। এই সিরিজ আপাতত ১-১ অবস্থায় দাঁড়িয়ে। তৃতীয় টেস্ট যে দল জিতবে, সিরিজ হবে তাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। তৃতীয় টেস্টে ২৬৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। এরই মাঝে ভাইরাল ইংল্যান্ডের ক্যাপ্টেন এক ভিডিয়ো। ইংলিশ ক্যাপ্টেনের কাছে ইংরেজি যখন হয়ে উঠেছে বড্ড কঠিন। ঘটনাটা ঠিক কী?

আসলে নেটদুনিয়ায় বেন স্টোকসের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি প্রেস কনফারেন্স রুমে বসে রয়েছেন। ভিডিয়োটি পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের আগের প্রেস কনফারেন্সের। সেখানে পাকিস্তানের এক রিপোর্টার অত্যন্ত ভাঙা ইংরেজিতে বেন স্টোকসকে এক প্রশ্ন করেন। যা বুঝেই উঠতে পারেননি ইংল্যান্ড ক্যাপ্টেন। এক বার শোনার পর জানান, প্রশ্নটি পুনরায় করতে। কারণ তিনি বুঝতে পারেননি। দ্বিতীয় বারও স্টোকস সেই পাক রিপোর্টারের প্রশ্ন বুঝতে ব্যর্থ হন। এরপর তিনি ক্ষমা চেয়ে বলেন, তাঁকে যেন আবার ওই প্রশ্নটা করা হয়। এরপর তিনি বোঝার চেষ্টা করেন, ওই রিপোর্টারের প্রশ্ন।

পুরো ঘটনাটা ঘটার সময় অত্যন্ত সংযমী দেখিয়েছে বেন স্টোকসকে। তাঁর চোখে-মুখে বিরক্তি বা হাসি বিন্দু মাত্র ফুটে ওঠেনি। কিন্তু ওই ভিডিয়োর কমেন্ট সেকশন ভরেছে হাসির ও মজার মজার কমেন্টে। একজন লিখেছেন, ‘আর কেউ কি ছিলেন না? যে প্রশ্নটার পুনরাবৃত্তি করে দিতে পারত। ও-ই কেন তিন বার বলল।’ একজন লেখেন, ‘বেন কনফিউজড।’