কলকাতা: বেন স্টোকসের ইংল্যান্ডকে দেশের মাটিতে সদ্য টেস্ট সিরিজে হারিয়েছে শান মাসুদের পাকিস্তান। পাক ক্রিকেটে খুশির হাওয়া বইছে। এই আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে এসেছে। যেখানে পাক টেস্ট টিমের ক্যাপ্টেন শান মাসুদের প্রোমশন হয়েছে। পাশাপাশি পাক তারকা বোলার শাহিন শাহ আফ্রিদির উপর কোপ পড়েছে পিসিবির। আর পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের অবস্থা কী? বিস্তারিত জেনে নিন পিসিবির নতুন বার্ষিক চুক্তিতে কোন ক্রিকেটার রয়েছেন কোন ক্যাটেগরিতে।
২৫ জন ক্রিকেটারের জন্য নতুন বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার এ ক্যাটেগরিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন। ডিমোশন রয়েছে পাক স্পিডস্টার শাহিন আফ্রিদির। এ ক্যাটেগরি থেকে বি ক্যাটেগরিতে নেমে গিয়েছেন শাহিন। পিসিবির পক্ষ থেকে আফ্রিদির ডিমোশনের কোনও কারণ জানানো হয়নি। পাকিস্তানের বর্তমান অধিনায়ক শান মাসুদের আপাতত পিসিবির বার্ষিক চুক্তিতে উন্নতি হয়েছে। তিনি নতুন চুক্তি অনুযায়ী বি ক্যাটেগরিতে পৌঁছে গিয়েছেন। কিন্তু একইসঙ্গে উল্লেখ রয়েছে, তা নির্ভর করছে তিনি টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে ধরে রাখার উপর। শাহিনের মতো শাদাব খান ও হ্যারিস রউফেরও তাঁদের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হয়েছে।
এই চুক্তি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন অবধি কার্যকর। পাক ব্যাটার ফকর জমান, ইমান উল হক, অলরাউন্ডার মহম্মদ নওয়াজের মতো ক্রিকেটারদের পিসিবির বার্ষিক চুক্তিতে জায়গা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টেস্ট জয়ের কারিগর সাজিদ খান ও নোমান আলিকে পিসিবির বার্ষিক চুক্তির ক্যাটেগরি সি-তে রাখা হয়েছে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, তাঁর চুক্তি ফিটনেসের উপর নির্ভর করছে।
পিসিবির বার্ষিক চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটেগরিতে রয়েছেন —