
চেন্নাই: বিশ্বকাপে ইতিহাস, ইতিহাসের বিশ্বকাপ। ভারতের মাটিতে একের পর এক রূপকথা তৈরি হচ্ছে। এ দিন যেমন চেন্নাইতে হল। চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) নেদারল্যান্ডসের মতো তথাকথিত ছোট দল হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তেমনই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। তারাই আরও একটা ইতিহাস গড়ল। ওডিআই ক্রিকেটে প্রথম বার হারাল পাকিস্তানকে। তাও আবার বিশ্বকাপের বড় মঞ্চে। হারের হ্যাটট্রিকে বিশ্বকাপে খাদের কিনারায় পাকিস্তান। চিপকে রোমাঞ্চ, চমকের রাত স্মরণীয় হয়ে থাকল আফগান ক্রিকেটার ও অনুরাগীদের কাছে। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
‘ওয়ান্স আপন আ টাইম ইন চেন্নাই’। ভবিষ্যতে হয়তো এ ভাবেই সেলিব্রেশন করতে পারবেন আফগান সমর্থকরা। ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে সব মিলিয়ে অষ্টম সাক্ষাৎ। প্রথম বার জয় আফগানিস্তানের। তাও বিশ্বকাপের মঞ্চে। বিস্তারিত পড়ুন: আফগান ইতিহাসে বিশ্বকাপে খাদের কিনারায় পাকিস্তান
আফগানিস্তান ইনিংস আপাতত স্টেডি। হাতে ৮ উইকেট। প্রয়োজন ১৮ রান। গ্যালারিতে আফগান সমর্থকরা রেডি সেলিব্রেশনের জন্য।
দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে আফগানিস্তান। ক্রিজে রহমত ও অধিনায়ক। বল এবং রানের ব্যবধান নেই বললেই চলে।
ওডিআই ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানকে কখনও হারাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে হয়তো সেই ইতিহাসই গড়তে চলেছে আফগানিস্তান।
পাকিস্তানের ফিল্ডিংয়ের মান খুবই খারাপ। পরপর বাউন্ডারি মিস। আফগানিস্তানের ওপেনিং জুটি ক্রমশ চাপ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বিনা উইকেটে ১০৫ রান তুলে নিয়েছে আফগানিস্তান।
অনবদ্য ব্যাটিং। ৫৪ বলে হাফসেঞ্চুরিতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। খুব কাছে গুরবাজও।
উইকেটের খোঁজে হ্যারিস রউফকে এনেছিলেন বাবর আজম। যদিও পরিকল্পনা এখনও কাজে দেয়নি। রউফের প্রথম ওভারে উঠল ১৭ রান। আফগানিস্তানের স্কোর ৫০ পেরিয়ে গিয়েছে।
প্রথম পাওয়ার প্লে-তে ছয়। এই বিশ্বকাপে সেটাই হচ্ছিল না পাকিস্তানের। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দশ ওভারে ছয়ের খরা কাটল। বিস্তারিত পড়ুন: যেন ‘বেদী’ হয়ে উঠলেন নুর, আফগানদের টার্গেট ২৮৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন। বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেলেন পাকিস্তানের বিরুদ্ধে। নিজের তৃতীয় ওভারেই সেট ব্য়াটার শফিককে ফেরালেন আফগানিস্তানের বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। বিশ্বকাপের মঞ্চে প্রথম উইকেট।
অর্ধ শতরান করলেন আবদুল্লাহ শফিকি।
ইনিংসের ১৫তম ওভারে রশিদ খান। বাবর আজমকে ফেরানোর জন্য আফগানিস্তানের সেরা অস্ত্র হতে পারেন রশিদ।
দুর্দান্ত খেলছিল পাকিস্তানের ওপেনিং জুটি। আফগান মিডিয়াম পেসার অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই শর্ট পিচ ডেলিভারি করেন। পুল শটের লোভ সামলাতে পারেননি। শর্ট মিড উইকেটে ক্যাচে ফিরলেন ইমাম।
পাকিস্তানের ইনিংস শুরু। ক্রিজে আবদুল্লাহ শফিকি ও ইমাম উল হক।
জ্বরে ভুগছেন মহম্মদ নাওয়াজ। তাঁর পরিবর্তে আফগানদের বিরুদ্ধে খেলবেন শাদাব খান।
টস জিতে রশিদ খানদের ফিল্ডিংয়ে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম।