PAK vs AFG ICC WC Match Preview: একাদশে আজ IPL খেলা নুর? নড়বড়ে পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী আফগানিস্তান

Pakistan vs Afghanistan ICC world Cup 2023: আফগানিস্তানের তরুণ এই বাঁ হাতি রিস্ট স্পিনার গত আইপিএলে খেলেন। গুজরাট টাইটান্সে সুযোগ পেয়েছিলেন। প্রথম আইপিএল তাঁর। হাতে গোনা ম্যাচ খেলার সুযোগ পেয়েই তাক লাগিয়ে দেন। রশিদ খানের মতো অভিজ্ঞ স্পিনারের থেকে নিয়মিত শেখার সুযোগ পেয়েছেন। আইপিএলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আত্মবিশ্বাস পেয়েছিলেন নুর। প্রথম আইপিএল কিংবা তরুণ ক্রিকেটার বলে অবহেলা করা হয়নি তাঁর প্রতিভাকে।

PAK vs AFG ICC WC Match Preview: একাদশে আজ IPL খেলা নুর? নড়বড়ে পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী আফগানিস্তান
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 9:00 AM

চেন্নাই: পয়েন্ট টেবলের পরিস্থিতি যা, আফগানিস্তানের হার মানে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে বিদায়। উল্টোটা হলে! চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি পাকিস্তান ও আফগানিস্তান। শক্তির দিক থেকে অন্তত কাগজে কলমে পাকিস্তান অনেক অনেক এগিয়ে। তবে এ বারের বিশ্বকাপ কাগজ-কলমের চেয়েও নানা চমক দেখেছে। আফগানিস্তানের মতো তথাকথিত ছোট দল হারিয়ে দিয়েছে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এই ম্যাচেও অ্যাডভান্টেজ আফগানিস্তান! কেন এমন মনে করা হচ্ছে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চিপক। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম এই নামেও পরিচিত। আর চিপক স্পিনারদের জন্য বন্ধু। বিশ্বকাপের ড্রাফ্ট সূচি দেখে ঘোরতর আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মাঠে তারা আফগানিস্তানের মোকাবিলা করতে চাইছিল না। তার কারণ আফগানিস্তানের স্পিনশক্তি। রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির মতো অভিজ্ঞ স্পিনাররা রয়েছেন। তবে এই ম্যাচে তুরুপের তাস হতে পারেন নুর আহমেদ।

আফগানিস্তানের তরুণ এই বাঁ হাতি রিস্ট স্পিনার গত আইপিএলে খেলেন। গুজরাট টাইটান্সে সুযোগ পেয়েছিলেন। প্রথম আইপিএল তাঁর। হাতে গোনা ম্যাচ খেলার সুযোগ পেয়েই তাক লাগিয়ে দেন। রশিদ খানের মতো অভিজ্ঞ স্পিনারের থেকে নিয়মিত শেখার সুযোগ পেয়েছেন। আইপিএলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আত্মবিশ্বাস পেয়েছিলেন নুর। প্রথম আইপিএল কিংবা তরুণ ক্রিকেটার বলে অবহেলা করা হয়নি তাঁর প্রতিভাকে।

পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নুর আহমেদকে খেলালে অবাক হওয়ার নেই। তার অন্যতম কারণ কুলদীপ যাদব। ভারত-পাকিস্তান ম্যাচেও নিশ্চয়ই নজর রেখেছিল আফগান শিবির। কিংবা এশিয়া কাপে ভারত-পাক! এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। বিশ্বকাপেও কুলদীপকে সামলাতে সমস্যায় পড়েছে পাক ব্য়াটাররা। টানা দু-ম্যাচ হেরেছে পাকিস্তান। তাদের বোলিংয়ে যেমন জুটি দেখা যায়নি, তেমনই ব্যাটিংয়ের ক্ষেত্রে মিডল অর্ডারে বারবার বিপর্যয়।

আফগানিস্তান গত ম্যাচে হারলেও নিউজিল্যান্ডকে যথেষ্ট চাপে ফেলেছিল। ব্যাটিংয়ে রহমানুল্লা গুরবাজ, ইকরাম আলি খিল ভরসা দিচ্ছেন। সঙ্গে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভরসা দিয়েছেন। পেস বোলিং আক্রমণে নবীন উল হক, ফজলহক ফারুকিরা রয়েছেন। তবে তাদের আসল শক্তি স্পিন। আর চিপকের পিচে এটাই হয়তো পার্থক্য গড়ে দিতে পারে। পাকিস্তান ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যতটা নড়বড়ে, অবাক হওয়ার নেই।