AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: যেন ‘বেদী’ হয়ে উঠলেন নুর, আফগানদের টার্গেট ২৮৩

ICC World Cup 2023, PAK vs AFG: কাকতলীয় হলেও পাকিস্তানের বিরুদ্ধে চার স্পিনার খেলানোর সিদ্ধান্ত আফগানিস্তানের। রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির সঙ্গে তরুণ রিস্ট স্পিনার নুর আহমেদ। আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম নুর। গুজরাট টাইটান্সে সীমিত সুযোগে নজর কেড়েছিলেন এই তরুণ চায়নাম্যান। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ হল চেন্নাইতে। আর প্রথম ম্যাচেই চমকে দিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার। যেন বেদীর আশীর্বাদ রয়েছে মাথায়।

ICC World Cup 2023: যেন 'বেদী' হয়ে উঠলেন নুর, আফগানদের টার্গেট ২৮৩
Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 5:50 PM
Share

চেন্নাই: প্রয়াত ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী। বিশ্ব ক্রিকেটেও শোকের আবহ। চেন্নাইতে চলছে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ। বিশ্বকাপের এই ম্যাচে ধারাভাষ্যে প্রাক্তন ক্রিকেটাররা বারবার শোক প্রকাশ করছেন। তাঁর সম্পর্কে নানা কথা তুলে ধরছেন। চিপকে আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিল পাকিস্তান। রানটা হয়তো আরও কম হতে পারত। শেষ দিকে শাদাব খান এবং ইফতিকার আহমেদ দুর্দান্ত একটা জুটি গড়েন। যদিও ইনিংসে আলোচনায় নুর আহমেদ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটের গোল্ডেন ‘স্পিন কোয়ার্টার’ এরাপল্লী প্রসন্ন, চন্দ্রশেখর, ভেঙ্কটরাঘবন এবং বিষেণ সিং বেদী। কাকতলীয় হলেও পাকিস্তানের বিরুদ্ধে চার স্পিনার খেলানোর সিদ্ধান্ত আফগানিস্তানের। রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির সঙ্গে তরুণ রিস্ট স্পিনার নুর আহমেদ। আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম নুর। গুজরাট টাইটান্সে সীমিত সুযোগে নজর কেড়েছিলেন এই তরুণ চায়নাম্যান। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ হল চেন্নাইতে। আর প্রথম ম্যাচেই চমকে দিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার। যেন বেদীর আশীর্বাদ রয়েছে মাথায়।

নুরের ঝুলিতে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার বাবর আজমের উইকেট। সব মিলিয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট। বিশ্বকাপ অভিষেকে চমকে দেওয়া পারফরম্যান্স। ২০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল পাকিস্তান। যদিও ইফতিকার আহমেদ এবং শাদাব খানের অনবদ্য জুটি তাদের বড় স্কোর গড়তে সাহায্য করে। আফগানিস্তানের ফিল্ডিংয়ের মান এই ম্যাচেও খুব খারাপ। পাকিস্তানের শুরুটা ভালো হয়। ওপেনার আব্দুল্লা শফিক হাফসেঞ্চুরি করেন। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। ৭৪ রান করেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। শেষ দিকে ইফতিকার এবং শাদাবের সৌজন্যেই বড় লক্ষ্য দিল পাকিস্তান।