দুবাই: আজ, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। টসে জিতে প্রথমে বাবর আজমের পাকিস্তানকে ব্য়াটিংয়ে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক ফিঞ্চ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিলেন রিজওয়ানরা। রান তাড়া করতে নেমে শুরুতেই ক্যাপ্টেনের উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নার লড়াই চালিয়ে যান। এবং শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতেই দলকে জেতান মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েড। সুপার-১২ (Super 12)-এ পাঁচটে ম্যাচেই জিতেছিল পাকিস্তান। সেমিফাইনালে পৌঁছনো প্রথম দলও ছিল তারাই। কিন্তু শেষ চারের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পারলেন না শাদাবরা। দুরন্ত ছন্দে থাকা পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন স্টার্করা। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ৪টি ম্যাচে জিতেছিল। এবং সুপার-১২-র কোনও ম্যাচে না হারা পাকিস্তানকে দ্বিতীয় সেমিফাইনালে হারিয়ে দিলেন ওয়ার্নাররা। রবিবার অজিদের সামনে কিউয়িরা।
৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা।
Australia are through to the final of the #T20WorldCup 2021 ?#PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/z7ebx6BRem
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১১৫ রান। ক্রিজে মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েড।
প্রথম ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে ওয়ার্নারদের এখনও প্রয়োজন রান ৮৮। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়ার্নার ৪৯*, ম্যাক্সওয়েল ৪*
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৫২ রান। ক্রিজে ওয়ার্নার ও মার্শ। ফাইনালে উঠতে অজিদের এখনও প্রয়োজন ৮৪ বলে ১২৫ রান।
প্রথম ওভারের তৃতীয় বলেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। ৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩
ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে পাকিস্তান। ফাইনালে উঠতে অ্যারন ফিঞ্চদের প্রয়োজন ১২০ বলে ১৭৭ রান।
? set!
Australia will need to chase down 177 for a place in the final.
Big ones galore from the Pakistan batters ?#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/xmK4sp9iqr
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে পাকিস্তান। শেষ ওভারে কত রান তোলে পাকিস্তান সেদিকেই নজর থাকবে।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্য়ে ক্যাপ্টেন বাবরের উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে পাকিস্তান। বাবর ফিরলেও পাক ওপেনার মহম্মদ রিজওয়ান হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মহম্মদ রিজওয়ান।
Another sensational knock from Mohammad Rizwan ?#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/CW63heIp6t
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
১০ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৭১ রান।
অ্যাডাম জাম্পা দশম ওভারের শেষ বলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফেরান অ্যাডাম জাম্পা। ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন বাবর।
২৬ বলে ২৮ রানে ব্যাট করছেন মহম্মদ রিজওয়ান।
পাওয়ার প্লে-তে সফল পাকিস্তান। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলেছেন বাবর আজমরা।
বাবর আজম ব্যাট করছেন ২৪ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ২১ রানে।
কোনও উইকেট না হারিয়ে ৩ ওভারের মধ্যে ২১ রান তুলেছে পাকিস্তানের ওপেনিং জুটি
ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।
Australia win toss, decide to bowl first.#PAKvAUS | #T20WorldCup | #WeHaveWeWill pic.twitter.com/9OcellHkb2
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2021
টসে জিতল অস্ট্রেলিয়া।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠালেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
Australia have won the toss and elected to bowl first against Pakistan #T20WorldCup pic.twitter.com/sIU3s7Kjrj
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
The team getting set
Dubai looking a treat#T20WorldCup pic.twitter.com/Pa1FNFL0vA
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কিছুটা হলেও চাপে রয়েছে বাবর আজমের টিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগের দিনের প্র্যাকটিসে জ্বরের কারণে মাঠে নামেননি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং শোয়েব মালিক (Shoaib Malik)। টিম সূত্রের খবর, দু’জনেরই হালকা জ্বর হয়েছে।
পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: শোয়েব-রিজওয়ানের জ্বর, অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে নেই?
চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান। কোন পথে সেমিফাইনালের লড়াইয়ে জায়গা দখল করল পাকিস্তান? পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: কোন পথে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান, দেখুন ছবিতে
কীভাবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল অস্ট্রেলিয়া… পড়ুন বিস্তারিত – T20 World Cup 2021: ছবিতে দেখুন কীভাবে শেষ চারে পৌঁছল অস্ট্রেলিয়া
Pakistan team off to the stadium for our semifinal match. ???#WeHaveWeWill #T20WorldCup pic.twitter.com/ddWroTWxN9
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2021
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।
Expect ????????? ?#T20WorldCup pic.twitter.com/pEh8sSFois
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
আন্তর্জাতিক টি-২০ (T-20) ক্রিকেটে মোট ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৩ বার জিতেছে পাকিস্তান এবং ৯ বার জিতেছে অস্ট্রেলিয়া।