Asia Cup 2023, Pakistan vs Bangladesh Highlights: পাকিস্তান পর্ব শেষ, ৭ উইকেটের বড় জয় বাবরদের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 06, 2023 | 10:42 PM

Asia Cup 2023, PAK vs BAN Match Live Score in Bengali: এ বারের এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ। আজ শুরু সুপার ফোর পর্ব। লাহোরে প্রথম সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান ও সাকিব আল হাসানের বাংলাদেশ। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন TV9Bangla-র লাইভব্লগে।

Asia Cup 2023, Pakistan vs Bangladesh Highlights: পাকিস্তান পর্ব শেষ, ৭ উইকেটের বড় জয় বাবরদের
এশিয়া কাপের সুপার-৪ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

লাহোর: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্ব শেষ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ছাড়া এই পর্ব খুব একটা জমে ওঠেনি। শ্রীলঙ্কায় হওয়া ম্যাচগুলিতে বৃষ্টি অন্যতম কারণ। আজ, সুপার ফোর পর্ব শুরু হল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান ও সাকিব আল হাসানের বাংলাদেশ। পাকিস্তানে এ বারের এশিয়া কাপের শেষ ম্যাচ হল। জয় দিয়েই ঘরের মাঠের সফর শেষ করল পাকিস্তান। ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি ছিল লিটন দাসের ফেরা, অস্বস্তি গত ম্যাচে সেঞ্চুরি করা শান্তর ছিটকে যাওয়া। লিটন কোনও পার্থক্য গড়তে পারলেন না। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। সাকিব-মুশফিকুর জুটির অনবদ্য লড়াইয়েও ১৯৩ রানে অলআউট। জবাবে ৩৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পাকিস্তান। ৭ উইকেটের বড় জয়ে নেট রান রেট বাড়িয়ে রাখলেন বাবররা। হ্যারিস রউফ, নাসিম শাহদের দাপটে পাকিস্তান বনাম বাংলাদেশ (Pakistan vs Bangladesh) ম্যাচ কার্যত একপেশেই হল। এই ম্যাচের খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Sep 2023 10:14 PM (IST)

    রান তাড়ায় ধৈর্যের পরীক্ষা

    নতুন বলে অনবদ্য বোলিং বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলামের। পাকিস্তান বনাম বাংলাদেশ বিস্তারিত ম্যাচ রিপোর্ট : সুপার ফোরে জয় দিয়ে ‘পাকিস্তান পর্ব’ ইতি বাবরদের

  • 06 Sep 2023 08:54 PM (IST)

    ১৯- এ ইমাম

    গ্যালারিতে ইনজামাম উল হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক। মাঠে খেলছেন ভাইপো ইমাম উল হক। ওয়ান ডে কেরিয়ারের ১৯তম হাফসেঞ্চুরি করেন ইমাম।


  • 06 Sep 2023 08:10 PM (IST)

    বাংলাদেশের বড় সাফল্য

    বাবর আজমকে ফিরিয়ে বাংলাদেশকে বড় সাফল্য দিলেন তাসকিন আহমেদ। ব্যাটের নীচে লেগে উইকেট ভাঙে। ক্রিজে মহম্মদ রিজওয়ান।

  • 06 Sep 2023 07:55 PM (IST)

    বাবরের নয়া রেকর্ড

    অধিনায়ক হিসেবে ওডিআইতে দ্রুততম ২০০০ রান পূর্ণ করলেন বাবর আজম।

  • 06 Sep 2023 07:53 PM (IST)

    ১২ ওভারে পাকিস্তান ৫২/১

    পাকিস্তানের ইনিংসের ১২ ওভারের খেলা শেষ। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে বাবর আজমের দল।

  • 06 Sep 2023 07:33 PM (IST)

    ওপেনার ফখরের উইকেট হারাল পাকিস্তান

    পাকিস্তানের প্রথম উইকেটের পতন। ৩১ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন পাক ওপেনার ফখর জামান। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন শরিফুল ইসলাম।

  • 06 Sep 2023 07:14 PM (IST)

    আবার শুরু পাকিস্তানের ইনিংস

    ফ্লাডলাইটে সমস্যার কারণে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। বিরতির পর আবার শুরু পাকিস্তানের ইনিংস। প্রায় ২০ মিনিট ফ্লাডলাইডের কারণে ম্যাচ বন্ধ ছিল।

  • 06 Sep 2023 06:57 PM (IST)

    ফ্লাডলাইট বন্ধ…

    লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বন্ধ হয়ে গিয়েছে ফ্লাডলাইটের একটি টাওয়ার। যে কারণে ম্যাচ আপাতত থমকে গিয়েছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে ৬.৫৫ মিনিটে একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়।

  • 06 Sep 2023 06:41 PM (IST)

    রান তাড়া করতে নামল পাকিস্তান

    প্রথম ওভারে পাকিস্তান তুলেছে ৮ রান। দ্বিতীয় ওভার মেডেন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে বল করলেন শরিফুল ইসলাম।

  • 06 Sep 2023 06:05 PM (IST)

    বাবরের গ্রিন আর্মির টার্গেট ১৯৪

    হ্যারিস-নাসিমের দাপট। ১৯৩ রানে অল আউট বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্য়াটিং করে ৩৮.৪ ওভারে অল আউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম (৬৪)। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন হ্যারিস রউফ (৪টি)। বাবর আজমের গ্রিন আর্মির টার্গেট ১৯৪।

  • 06 Sep 2023 06:02 PM (IST)

    শরিফুল আউট

    শরিফুল ইসলামের উইকেট তুলে নিলেন নাসিম শাহ। আর ১৯৩ রানে শেষ হল বাংলাদেশের ইনিংস।

  • 06 Sep 2023 05:59 PM (IST)

    আফিফ আউট

    আফিফকে ফেরালেন নাসিম শাহ। বাংলাদেশের নবম উইকেটের পতন। ১১ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন আফিফ।

  • 06 Sep 2023 05:55 PM (IST)

    জোড়া ধাক্কা দিলেন হ্যারিস

    পরপর দুই বলে জোড়া ধাক্কা দিলেন হ্যারিস রউফ। মুশফিকুরের পর তাসকিনের উইকেট হারাল বাংলাদেশ। শূন্যে ফিরলেন তাসকিন।

  • 06 Sep 2023 05:52 PM (IST)

    মুশফিকুর আউট

    অধিনায়ক সাকিব আল হাসানের পর এ বার ছন্দে থাকা মুশফিকুর রহিমের উইকেট হারাল বাংলাদেশ। ৮৪ বলে ৬৪ রান করে মাঠ ছাড়লেন ছন্দে থাকা মুশফিকুর। হ্যারিস রউফ তুলে নিলেন মুশফিকুরের উইকেট।

  • 06 Sep 2023 05:44 PM (IST)

    ৩৫ ওভারে বাংলাদেশের স্কোর ১৭৬/৬

    খেলা বাকি আর ১৫ ওভারের। ৩৫ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৬ রান।

  • 06 Sep 2023 05:40 PM (IST)

    শামিমকে ফেরালেন ইফতিকার

    ইফতিকার আহমেদ তুলে নিলেন শামিম হোসেনের উইকেট। ২৩ বলে ১৬ রান করে ড্রেসিংরুমে ফিরলেন শামিম।

  • 06 Sep 2023 05:22 PM (IST)

    মুশফিকুরের অর্ধশতরান

    ৭১ বলে অর্ধশতরান পূরণ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

  • 06 Sep 2023 05:17 PM (IST)

    সাকিব আউট

    ফাহিম আশরফের স্লোয়ার বাউন্সার। পুল শট খেলেন সাকিব আল হাসান। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ নেন ফখর জামান। ৫৭ বলে ৫৩ রান করে মাঠ ছাড়লেন সাকিব।

  • 06 Sep 2023 05:08 PM (IST)

    সাকিবের হাফসেঞ্চুরি

    ৫৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

  • 06 Sep 2023 04:42 PM (IST)

    সাকিব-মুশফিকুরের জুটি জমছে

    অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব। ১৯.৫ ওভারে নাসিম শাহর বলে কল অ্যান্ড বোল্ড হতে চলেছিলেন সাকিব। কিন্তু ক্যাচ ফস্কান নাসিম। সাকিব-মুশফিকুরের অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ হল। বাংলাদেশের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। প্রথম ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে বাংলাদেশ।

  • 06 Sep 2023 03:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    বাংলাদেশের পাওয়ার প্লে শেষ। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

  • 06 Sep 2023 03:50 PM (IST)

    হৃদয়কে ফেরালেন হ্যারিস

    পরপর উইকেট হারাচ্ছে বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। এ বার হ্যারিস রউফের শিকার হৃদয়। ৯ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হৃদয়।

  • 06 Sep 2023 03:43 PM (IST)

    বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন

    মহম্মদ হ্যারিস তুলে নিলেন মহম্মদ নাঈমের উইকেট। বাংলাদেশের ওপেনার ২৫ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন। ব্যাটিং সহায়ক পিচে পাওয়ার প্লে-র মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে চাপ বাড়ল বাংলাদেশের।

  • 06 Sep 2023 03:28 PM (IST)

    লিটন ফিরলেন প্যাভিলিয়নে

    ১৩ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন লিটন দাস। জাতীয় দলে লিটনের প্রত্যাবর্তন খুব একটা ভালো হল না। পাকিস্তানকে দ্বিতীয় উইকেট এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি।

  • 06 Sep 2023 03:08 PM (IST)

    মিরাজ আউট

    দ্বিতীয় ওভারের প্রথম বলে নাসিম শাহ তুলে নিলেন মেহেদি হাসান মিরাজের উইকেট। প্রথম ধাক্কা খেল বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন মিরাজ। আজ, শূন্যে ফিরলেন তিনি।

  • 06 Sep 2023 03:04 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামলেন মেহেদি হাসান মিরাজ ও মহম্মদ নাঈম। নতুন বলে শুরু করলেন শাহিন শাহ আফ্রিদি।

  • 06 Sep 2023 02:50 PM (IST)

    গ্রিন আর্মির একাদশ

    পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সলমন আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।

  • 06 Sep 2023 02:48 PM (IST)

    টাইগারদের একাদশ

    বাংলাদেশের একাদশ – মহম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

  • 06 Sep 2023 02:34 PM (IST)

    টস আপডেট

    বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

  • 06 Sep 2023 02:26 PM (IST)

    সুপার-৪ শুরু হওয়ার আগে পড়ুন PAK vs BAN ম্যাচের প্রিভিউ

    আজ সুপার ফোর পর্ব শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। লাহোরে মুখোমুখি দু-দল। সুপার ফোর পর্ব শুরুর আগে বাংলাদেশ শিবিরে বিরাট স্বস্তি লিটন দাসের ফিট হয়ে ওঠা। অস্বস্তি, গত ম্যাচে শতরান করা শান্তর ছিটকে যাওয়া।

    পড়ুন বিস্তারিত – Asia cup 2023 PAK vs BAN Match Prediction: বাংলাদেশ বনাম পাকিস্তানে আজ শুরু সুপার ফোর পর্ব

  • 06 Sep 2023 02:22 PM (IST)

    হেড টু হেড

    এশিয়া কাপের মঞ্চে অতীতে পাকিস্তান ও বাংলাদেশ মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মাত্র ২ বার জিতেছে বাংলাদেশ। আর ১২ বার জিতেছে পাকিস্তান।

  • 06 Sep 2023 02:15 PM (IST)

    বোলাররা আজ কি দাপট দেখাবেন?

    চলতি এশিয়া কাপে সব চেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার শীর্ষে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (৬)।  এই তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের হ্যারিস রউফ (৫)। তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ (৫)। ফলে আজ পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে কোন বোলার ছাপ ফেলেন সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

  • 06 Sep 2023 02:05 PM (IST)

    আজ শুরু সুপার-৪

    লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। তাতে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান ও রোহিত শর্মার ভারত।