Asia cup 2023 PAK vs BAN Match Prediction: বাংলাদেশ বনাম পাকিস্তানে আজ শুরু সুপার ফোর পর্ব
Asia cup 2023 Pakistan vs Bangladesh Match Preview: লাহোরে ব্যাটিং সহায়ক পিচ। তবুও পাকিস্তান ব্যাটিংকে চ্যালেঞ্জে ফেলতে পারেন বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। তেমনই পাকিস্তানের পেসত্রয়ীকে সামলানো বড় পরীক্ষা বাংলাদেশ ব্যাটারদের।
লাহোর: এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষ। যদিও সেই অর্থে গ্রুপ পর্ব জমে ওঠেনি। শ্রীলঙ্কা পর্বে বৃষ্টি তার অন্যতম কারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বৃষ্টি হলেও সেই ম্যাচ সম্পূর্ণ করা গিয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতীয় ইনিংস হলেও ম্যাচ সম্পূর্ণ হয়নি। রবিবার সুপার ফোরে ফের এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে আজ সুপার ফোর পর্ব শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। লাহোরে মুখোমুখি দু-দল। সুপার ফোর পর্ব শুরুর আগে বাংলাদেশ শিবিরে বিরাট স্বস্তি লিটন দাসের ফিট হয়ে ওঠা। অস্বস্তি, গত ম্যাচে শতরান করা শান্তর ছিটকে যাওয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। পেসার এবাদত হোসেনও চোটে ছিটকে যান। ম্যাচের আগের দিন জ্বরে কাঁবু লিটন দাস। প্রথম ম্যাচে হার বাংলাদেশকে প্রবল চাপে ফেলেছিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য একটি ম্যাচ বাকি থাকলেও নেট রান রেটে তাদের সুপার ফোর নিশ্চিত হয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিং লাইন আপে চমক দেখা যায়। মেহদি হাসান মিরাজকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। এই সিদ্ধান্ত দারুণ কাজে দেয়। মেহদি এবং নাজমুল হাসান শান্তর জোড়া সেঞ্চুরি, বোলারদের অনবদ্য পারফরম্যান্সে বড় জয়। এ বার তাদের সামনে পাকিস্তানের বিধ্বংসী বোলিং লাইন আপ।
ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করে পাকিস্তান। এশিয়া কাপে এ বারই প্রথম খেলল নেপাল। তাদের বিরুদ্ধে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জেতে পাকিস্তান। ব্যাটিংয়ে শুরুতে চাপে পড়লেও অধিনায়ক বাবর আজম এবং মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদের সেঞ্চুরিতে বিশাল স্কোর গড়ে পাকিস্তান। জবাবে নেপালকে মাত্র ১০৪ রানে অলআউট করে। তবে পাকিস্তান ব্যাটিং কিন্তু কড়া চ্যালেঞ্জের সামনে পড়েনি। ভারতের বিরুদ্ধে বোলিংয়ের সুযোগ হলেও জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বোলিং মোকাবিলা করতে হয়নি। লাহোরে ব্যাটিং সহায়ক পিচ। তবুও পাকিস্তান ব্যাটিংকে চ্যালেঞ্জে ফেলতে পারেন বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। তেমনই পাকিস্তানের পেসত্রয়ীকে সামলানো বড় পরীক্ষা বাংলাদেশ ব্যাটারদের।
পাকিস্তান বনাম বাংলাদেশ, দুপুর ৩টে, স্টার স্পোর্টস, হটস্টারে সম্প্রচার