PAK vs ENG, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2022 | 2:01 PM

Pakistan vs England, T20 World Cup 2022: রবিবার দুপুরে এ বারের টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

PAK vs ENG, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ

Follow Us

মেলবোর্ন: দেখতে দেখতে শেষ হতে চলল এ বারের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। মেলবোর্নে রবি দুপুরে বিশ্বকাপ দখলের শেষ লড়াই হবে। বাবর আজমের পাকিস্তান হোক বা জস বাটলারের ইংল্যান্ড, যে দলই চ্যাম্পিয়ন হবে, তারা দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরবে। সুপার-১২ পর্বের গ্রুপ-১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তেমনই সুপার-টুয়েলভের গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে শেষ চারের লড়াইয়ে পৌঁছেছিল গ্রিন আর্মি। সেমিফাইনালে কিউয়িদের হারিয়ে এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দু’বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। দু’বারের সাক্ষাতেই জিতেছিল ইংল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে ৪৮ রানে পাকিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। এর পর ২০১০ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। এ বার দেখার কুড়ি-বিশের বিশ্বকাপে দুই দলের তৃতীয় বারের সাক্ষাতে কী হয়।

পাকিস্তান বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কবে হবে?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি আগামীকাল, রবিবার (১৩ নভেম্বর) হবে।

পাকিস্তান বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোথায় হবে?

পাকিস্তান বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, অ্যালেক্স হেলস, লিয়াম ডসন, রিচার্ড গ্লেসন, টিমাল মিলস।

পাকিস্তান : বাবর আজম, শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনেইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির, মহম্মদ হ্য়ারিস, শাহনওয়াজ দাহানি।

TV9Bangla ওয়েবসাইটে দেখুন পাকিস্তান বনাম ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপের ফাইনালের লাইভ আপডেট – PAK vs ENG, T20 WC Final Live Score: শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান, রিজওয়ান আউট

Next Article
T20 World Cup 2022: বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন কারা? জানিয়ে দিল আইসিসি…
PAK vs ENG: বিশ্বকাপ ফাইনালের আগে এক নজরে পাকিস্তান বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান