PAK vs ENG, T20 WC Final Highlights: পাকিস্তানকে উড়িয়ে মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
Pakistan vs England, T20 World Cup 2022 Final Live Score updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান (Pakistan) বনাম ইংল্যান্ড (England) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মেলবোর্ন: ২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন বেন স্টোকস। দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা দেখা গেল ইংরেজ অলরাউন্ডারের। তাঁর অর্ধশতরানের দৌলতে পাকিস্তানের দেওয়া ১৩৮ রান তাড়া করে জিতল ইংল্যান্ড। বাবর আজমদের ৫ উইকেটে উড়িয়ে ২০২২ টি-২০ বিশ্বকাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়নের খেতাব মাথায় উঠল ইংল্যান্ডের। ২০১০ সালে প্রথমবার কুড়ি বিশে চ্যাম্পিয়ন হয় ব্রিটিশ বাহিনী। বর্তমানে ২০ ও ৫০ ওভারের ফরম্যাটে চ্যাম্পিয়নের খেতাব তাঁদেরই ঝুলিতে।
Key Events
মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব উঠল ইংল্যান্ডের মাথায়।
৪৯ বলে ৫২ রান করে পুরো ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংকে আগলে রাখলেন বেন স্টোকস। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ জয়ের বড় অবদান ছিল স্টোকসের। দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের দিনেও অনবদ্য স্টোকস।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে ইংল্যান্ডের ইনিংস
- পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে মেলবোর্নে ফাইনাল ম্যাচ জিতল ইংল্যান্ড
- ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা নিলেন বেন স্টোকস।
- ৪৯ বলে ৫২ রান তাঁর।
- ১৭ বলে ২৬ রান জস বাটলারের।
- ইংল্যান্ডের ইনিংসে সর্বাধিক ২টি উইকেট হ্যারিস রউফের।
-
দুটি ফরম্যাটেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড
পাকিস্তান ২০০৯ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে। পরের বছরই জিতেছিল ইংল্যান্ড। মেলবোর্নে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। তাতে সফল ব্রিটিশরা। ৫০ ওভার এবং টি-২০, দুটি ফরম্যাটেই চ্যাম্পিয়নের খেতাব ইংরজদের ঝুলিতে।
-
-
জয়ী ইংল্যান্ড
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড।
-
আউট মইন
১৮.১ ওভারে মইন আলিকে ফেরালেন মহম্মদ ওয়াসিম। ৫ উইকেটে হারাল ইংল্যান্ড।
-
জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপের ফাইনাল জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড। ১৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৩১। ১২ বলে ৭ রান প্রয়োজন ইংল্যান্ডের।
-
-
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেট হারিয়ে ৯৭। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪১ রান প্রয়োজন ইংল্যান্ডের।
-
আহত শাহিন?
বাউন্ডারি লাইনে ব্রুকের ক্যাচ নিতে গিয়ে পায়ে মোচড় লাগে শাহিন শাহ আফ্রিদির। ফিজিওকে মাঠে আসার ইশারা করতে দেখা যায় বাবর আজমকে। এরপর ফিজিও আফ্রিদিকে নিয়ে মাঠের বাইরে যান। তাঁকে খোঁড়াতে দেখা গিয়েছে।
-
আউট ব্রুক
হ্যারি ব্রুককে (২০) ফেরালেন শাদাব খান। ১২.৩ ওভারে ৮৪ রানে ইংল্যান্ড হারাল ৪ উইকেট।
-
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে ইংল্যান্ড। ফাইনালে জিততে ৬০ বলে ৬১ রান প্রয়োজন।
-
৬ ওভারের খেলা শেষ
প্রথম ছয় ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ৪৯ রান ইংল্যান্ডের। চাপে বাটলারের দল।
-
আউট বাটলার, চাপে ইংল্যান্ড
অধিনায়ক জস বাটলারের উইকেট হারল ইংল্যান্ড। হ্যারিসের রউফের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ৫.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৩ রান ইংল্যান্ডের। ক্রিজে হ্যারি ব্রুক।
-
ফিরলেন সল্ট
ফের ধাক্কা ইংল্যান্ডের। ৩.৩ ওভারে দ্বিতীয় উইকেট হারাল বাটলার বাহিনী। হ্যারিস রউফের বলে ইফতিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ফিল সল্ট (১০)। ক্রিজে বেন স্টোকস।
-
মেলবোর্নে ঝিরিঝিরি বৃষ্টি
ফাইনালে বৃষ্টি ব্যাঘাত ঘটাবে বলে আশঙ্কা ছিল। ইংল্যান্ডের ব্যাটিং শুরু হতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হল। তবে খেলা চলছে।
-
অ্যালেক্স হেলস আউট
প্রথম ওভারের শেষ বলে ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড।
-
রান তাড়া করতে নামল ইংল্যান্ড
- ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামলেন জস বাটলার ও অ্যালেক্স হেলস।
- নতুন বল হাতে এসেছেন শাহিন শাহ আফ্রিদি।
- ইংল্যান্ডের ইনিংসের প্রথম বলেই ৩ রান তুলে নিলেন জস বাটবলার।
-
পাকিস্তানের ইনিংস শেষ
- টসে জিতে শুরুতে বাবর আজমের পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
- প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে গ্রিন আর্মি।
- টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের টার্গেট ১৩৮।
- পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেছেন শান মাসুদ।
- ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন স্যাম কারান (৩টি)।
-
ওয়াসিমের উইকেট জর্ডনের খাতায়
মহম্মদ ওয়াসিমের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডন। ৪ রান করে মাঠ ছাড়লেন ওয়াসিম। এই নিয়ে লিয়াম লিভিংস্টোন নিলেন তৃতীয় ক্যাচ।
-
নওয়াজ ফিরলেন ড্রেসিংরুমে
স্যাম কারান ইংল্যান্ডকে এনে দিলেন সাত নম্বর উইকেট। মহম্মদ নওয়াজ ফিরলেন ড্রেসিংরুমে। ১৮.৩ ওভারে পাকিস্তানের স্কোর সাত উইকেটে ১২৯।
-
শাদাব আউট
১৪ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডন তুলে নিলেন শাদাবের উইকেট।
-
পাকিস্তানের ইনিংস বাকি আর ৩ ওভারের
১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১২২। আর তিন ওভারে পাকিস্তান কত রান তুলতে পারে সেটাই দেখার।
-
মাসুদকে ফেরালেন কারান
১৭ ওভারের তৃতীয় বলে শান মাসুদের উইকেট তুলে নিলেন স্যাম কারান। মিড উইকেটে দুরন্ত ক্যাচ লিয়াম লিভিংস্টোনের।
-
পাকিস্তানের ইনিংসের ৫ ওভার বাকি
পাকিস্তানের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে পাকিস্তান।
-
ইংল্যান্ডের চতুর্থ সাফল্য
এলেন আর গেলেন। বেন স্টোকসের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরলেন ইফতিকার। ১২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ৮৫। ক্রিজে শাদাব খান।
-
আউট বাবর
বড় উইকেট পেল ইংল্যান্ড। পাক অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড আদিল রশিদের। ২৮ বলে ৩২ রান পাক ক্যাপ্টেনের। ক্রিজে ইফতিকার আহমেদ।
-
১০ ওভারের খেলা বাকি
১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেট হারিয়ে ৬৮। ক্রিজে বাবর আজম ও শান মাসুদ। বড় রান গড়ার লক্ষ্যে এই জুটি।
-
পাকিস্তানের দলগত অর্ধশতরান পূর্ণ
অষ্টম ওভারের শেষ বলে পাকিস্তানের দলগত অর্ধশতরান পূর্ণ হল। ক্রিজে পাক অধিনায়ক বাবর আজম ও শান মাসুদ।
-
হ্যারিস আউট
মহম্মদ হ্যারিসের উইকেট তুলে নিলেন আদিল রশিদ। ১২ বলে ৮ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন হ্যারিস।
-
পাওয়ার প্লে শেষ
- পাকিস্তানের ইনিংসের পাওয়ার প্লে শেষ।
- প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে পাকিস্তান।
- হ্যারিস ব্যাট করছেন ৪ রানে।
- বাবর আজম রয়েছেন ১৬ রানে।
-
৫ ওভারে পাকিস্তান ২৯/১
- পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ
- শুরুর ৫ ওভারে ওপেনার মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে ২৯ রান করেছে পাকিস্তান
- ক্রিজে রয়েছেন মহম্মদ হ্যারিস ও বাবর আজম
-
রিজওয়ান আউট
মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিলেন স্যাম কারান। ইংল্যান্ড পেল প্রথম সাফল্য। ১৪ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন পাক তারকা উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান।
-
ফাইনালের প্রথম ৬
মেলবোর্নে এ বারের টি২০ বিশ্বকাপের ফাইনালে প্রথম ছক্কা এল মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে।
-
৩ ওভারে পাকিস্তান ১৬/০
- মেলবোর্নে চলছে এ বারের টি২০ বিশ্বকাপের ফাইনাল।
- প্রথমে ব্যাটিং করছেন বাবর আজমরা।
- পাকিস্তানের ইনিংসের ৩ ওভার শেষে স্কোর বিনা উইকেটে ১৬।
-
পাকিস্তানের ইনিংস শুরু
পাকিস্তানের হয়ে ফাইনাল ম্যাচে ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
-
ফাইনালের আগে জমজমাট অনুষ্ঠান
মেলবোর্ন জমে উঠেছে নাচে-গানে। আফ্রিকান সংস্কৃতির নৃত্য, নেদারল্যান্ডসের সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করেছেন সে দেশের প্রতিনিধিরা।
-
গ্রিন আর্মিও অপরিবর্তিত একাদশে আজ খেলবে
সেমিফাইনালে যে একাদশ নিয়ে জিতেছিলেন বাবর আজমরা, আজ সেই একাদশ নিয়েই ফাইনালে খেলতে চলেছে পাকিস্তান।
পাকিস্তান : বাবর আজম, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।
-
অপরিবর্তিত একাদশ নামাচ্ছেন বাটলাররা
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের দিন যে একাদশ নিয়ে খেলেছিলেন জস বাটলাররা, আজ সেই একাদশ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
-
হেড টু হেড
হেড টু হেডে নজর দিলে দেখা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দু’বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। দু’বারের সাক্ষাতেই জিতেছিল ইংল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে ৪৮ রানে পাকিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। এর পর ২০১০ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।
-
অপেক্ষার আর কিছুক্ষণ
মেলবোর্নে আজ দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে টি২০ বিশ্বকাপের ফাইনাল।
Pakistan's dynamic opening duo against England's underrated bowling attack ?
Who comes out on top in the #T20WorldCup final? ?#PAKvENG pic.twitter.com/oE1fKEBVrK
— T20 World Cup (@T20WorldCup) November 13, 2022
-
আজ টি২০ বিশ্বকাপ ফাইনাল
মেলবোর্নে আজ এ বারের টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান।
Published On - Nov 13,2022 12:30 PM