
ভারত এবং পাকিস্তান এখন একতরফা ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। গত চার রবিবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের পরই চ্যাম্পিয়ন হয়েছিলেন সূর্যকুমার যাদবরা। গ্রুপ এবং সুপার ফোর পর্বের ম্যাচ পুরোপুরি একতরফা হয়েছিল। ফাইনালে কিছুটা লড়াই হলেও রেজাল্ট ভারতের পক্ষেই। এশিয়া কাপের পর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল। কলম্বোয় ভারতের কাছে হারের পরই শাস্তির মুখে পাকিস্তানের তারকা ব্যাটার সিদরা আমিন। পাকিস্তান ৮৮ রানে হারলেও দুরন্ত লড়াই করেছিলেন সিদরা।
কলম্বোয় টস কান্ডের পর প্রথমে ব্যাট করে ভারত। টপ অর্ডার ব্যাটাররা সেট হয়েও বড় রান করতে ব্যর্থ। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রানে অলআউট হয় ভারত। বড় স্কোরের নেপথ্যে শেষ দিকে রিচা ঘোষের ঝড়। মাত্র ২০ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিচা ঘোষ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এই স্কোর নিয়ে আত্মবিশ্বাসী ছিল। প্রথমত, ওডিআই ফর্ম্যাটে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। অন্য দিকে, পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধেই ২৪৩-র বেশি তাড়া করে জেতেনি।
ভারতের দেওয়া ২৪৮ রানের বড় স্কোর তাড়া করতে নেমে একের পর উইকেট হারাতে থাকে পাকিস্তান ক্রিকেট টিম। একদিক থেকে অবশ্য আগলে রাখেন সিদরা আমিন। তাঁর ব্যাটিংয়ে মনে হচ্ছিল, সেঞ্চুরিটা অন্তত করবেন। তাতে হারের ব্যবধান কমতে পারত পাকিস্তানের। ৮৮ রানের ব্যবধানে পাকিস্তানকে হারায় ভারত। ব্যক্তিগত ৮১ রানে তাঁকে ফেরান স্নেহ রানা। এরপরই ক্ষোভে ব্যাট ক্রিজে মারেন সিদরা আমিন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে লেভেল ১ কোড অব কনডাক্টে সিদরা আমিনকে শাস্তি দেওয়া হয়েছে। ক্রিকেট মাঠে সরঞ্জাম নষ্ট করার অপরাধে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সিদরাকে। ২৪ মাসে তাঁর এটি প্রথম অপরাধ। এর মধ্যে ফের এমনটা হলে আরও ডিমেরিট পয়েন্ট যোগ হবে। পরবর্তীতে নির্বাসনের মুখেও পড়তে পারেন পাকিস্তানের এই ব্যাটার।