AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Gavaskar: সারা দেশের গর্জে ওঠা উচিত, বিনেশ ইস্যুতে আর যা বলছেন সুনীল গাভাসকর

Paris Olympics 2024: ওজনের জন্য ডিসকোয়ালিফায়েড করে দেওয়া হয় বিনেশ ফোগাটকে। তাও মাত্র ১০০ গ্রামের জন্য। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে গর্জে ওঠার ডাক ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের।

Sunil Gavaskar: সারা দেশের গর্জে ওঠা উচিত, বিনেশ ইস্যুতে আর যা বলছেন সুনীল গাভাসকর
Image Credit: PTI, WFI
| Updated on: Aug 07, 2024 | 5:07 PM
Share

সকাল অবধিও ভারতীয় ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাসে ভাসছিলেন। এ বারের অলিম্পিকে এখনও অবধি সোনা, রুপো আসেনি ভারতের ঝুলিতে। নীরজ চোপড়া জ্যাভলিনের ফাইনালে উঠেছেন। তবে তাঁর ইভেন্টের আগে আরও একটা সোনার সম্ভাবনা ছিল। ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস গড়েছিলেন বিনেশ। সোনার স্বপ্নে বিভোর ছিল সকলেই। কিন্তু বেলা বাড়তেই সব দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ওজনের জন্য ডিসকোয়ালিফায়েড করে দেওয়া হয় বিনেশ ফোগাটকে। তাও মাত্র ১০০ গ্রামের জন্য। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে গর্জে ওঠার ডাক ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের।

সুনীল গাভাসকর মনে করেন, ভারতীয় অলিম্পিক সংস্থা এবং ভারত সরকার যেন এই ঘটনায় লড়াই করে। স্পার্টান রেসিং ইভেন্টের মাঝে সাংবাদিকদের সুনীল গাভাসকর বলেন, ‘আমার মতে, এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। আমার মনে হয়, এটি অন্য়ায়ও। আশা করছি, এই ঘটনা নিয়ে লড়াই করা হবে। এটা এমনি কোনও রাউন্ডের বিষয় নয়। আমরা পদক জেতার খুব কাছে ছিলাম। এটা যেন কেড়ে নেওয়া হল। সরকার এবং অলিম্পিক সংস্থা সমস্ত শক্তি দিয়ে লড়াই করুক।’

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর আরও বলেন, ‘এই পুরো বিষয়টি নিয়ে আমাদের প্রতিবাদে গর্জে ওঠা উচিত।’ কেরিয়ারের তৃতীয় অলিম্পিকে নেমেছিলেন বিনেশ ফোগাট। রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে বিদায় নেন। তেমনই টোকিও অলিম্পিকেও। প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে উঠেছিলেন। প্যারিস থেকে পদক নিয়ে ফেরা ছিল সময়ের অপেক্ষা। তবে ওজনের জন্য তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছে।