Pat Cummins: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্যাট কামিন্সের হ্যাটট্রিক, ফেরালেন ২০০৭ এর স্মৃতি

Jun 21, 2024 | 3:52 PM

T20 World Cup 2024: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সব ম্যাচ খেলার সুযোগ পাননি প্যাট কামিন্স। যে ম্যাচে পেয়েছেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে তিনি হ্য়াটট্রিক করেছেন। এবং সেই সঙ্গে ফিরিয়েছেন ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের এক স্মৃতিও।

Pat Cummins: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্যাট কামিন্সের হ্যাটট্রিক, ফেরালেন ২০০৭ এর স্মৃতি
Pat Cummins: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্যাট কামিন্সের হ্যাটট্রিক, ফেরালেন ২০০৭ এর স্মৃতি
Image Credit source: X

Follow Us

কলকাতা: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনি অজিদের হয়ে সবকটি ম্যাচ খেলার সুযোগ পাননি। তাঁকে জলবয় হিসেবেও দেখা গিয়েছিল। বিশ্বজয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্সেরর (Pat Cummins) সেই আচরণ মন জয় করেছিল ক্রিকেট প্রেমীদের। এরপর ইংল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে ২টো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কামিন্স। তাতে মোট ৩টি উইকেটও নিয়েছিলেন। এ বার সুপার এইটে অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হল। বাংলাদেশের বিরুদ্ধে এক, দুটি নয় মোট ৩টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। আর এই তিন উইকেট বিশেষ কারণ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন। একইসঙ্গে কামিন্স ফেরালেন ২০০৭ বিশ্বকাপের স্মৃতি। কী ভাবে জানেন?

২০২৩ সালের আইসিসি মেনস ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন প্যাট কামিন্স। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ বারের টি-২০ বিশ্বকাপে রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে হ্যাটট্রিক নিয়েছেন কামিন্স। এ বারের বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক। এই কীর্তি গড়তে গিয়ে কামিন্স নিয়েছেন মাহমুদুল্লাহ, মেহেদি হাসান ও তৌহিদ হৃদয়ের উইকেট।

১৮তম ওভারে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে প্যাট কামিন্স প্রথমে তুলে নেন মাহমুদুল্লাহর উইকেট। পুল শটের চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ। প্লেড অন হন।। ওভারের পঞ্চম বলে কামিন্স এই উইকেট পান। পরের বলে মেহেদি আপার কাট খেলতে গিয়েছিলেন। কিন্তু বল সোজা ডিপ থার্ডে অ্যাডাম জাম্পার কাছে চলে যায়। এরপর ২০তম ওভারে ফের আসেন কামিন্স। প্রথম বলেই তৌহিদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন।

প্যাট কামিন্স বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক নিয়ে ফিরিয়েছেন ২০০৭ সালের টুর্নামেন্টের এক স্মৃতি। সে বার অস্ট্রেলিয়ার হয়ে ব্রেট লি বাংলাদেশের বিরুদ্ধেই হ্যাটট্রিক নিয়েছিলেন। এক ঝলকে দেখে নিন পুরুষদের টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক নিয়েছেন কারা—

  • ব্রেট লি (অস্ট্রেলিয়া) – ২০০৭ কেপ টাউন, প্রতিপক্ষ – বাংলাদেশ
  • কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) – ২০২১ আবুধাবি, প্রতিপক্ষ – নেদারল্যান্ডস
  • ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা) – ২০২১ শারজা, প্রতিপক্ষ – দক্ষিণ আফ্রিকা
  • কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা) – ২০২১ শারজা, প্রতিপক্ষ – ইংল্যান্ড
  • কার্তিক মেইয়াপ্পন (সংযুক্ত আরব আমিরশাহি) – ২০২২ জিলং, প্রতিপক্ষ – শ্রীলঙ্কা
  • জোসুয়া লিটল (আয়ারল্যান্ড) – ২০২২ অ্যাডিলেড, প্রতিপক্ষ – নিউজিল্যান্ড
  • প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – ২০২৪ অ্যান্টিগা, প্রতিপক্ষ – বাংলাদেশ
Next Article