AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, PBKS: প্রীতি-পন্টিংয়ের প্রিয় প্রিয়াংশের সেঞ্চুরি! বিধ্বংসী ইনিংস তরুণ ওপেনারের

PBKS, Priyansh Arya: দ্বিতীয় সেঞ্চুরি আসতে পারত শ্রেয়স আইয়ারের ব্যাটে। অপরাজিত ছিলেন পঞ্জাব ক্যাপ্টেন। তাঁর দলের তরুণ ওপেনারই এ বারের আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৯ বলে সেঞ্চুরি করেন তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য।

IPL 2025, PBKS: প্রীতি-পন্টিংয়ের প্রিয় প্রিয়াংশের সেঞ্চুরি! বিধ্বংসী ইনিংস তরুণ ওপেনারের
Image Credit: BCCI
| Updated on: Apr 08, 2025 | 9:22 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে ঝুরি ঝুরি সেঞ্চুরি দেখা গিয়েছিল শুরু থেকেই। এ বার অবশ্য তেমনটা হয়নি। ব্যাটিং পিচ হলেও সেঞ্চুরি এসেছিল মাত্র একটি। সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়া ঈশান কিষাণ নতুন জার্সিতে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। এরপর থেকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। এ বারের আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি আসতে পারত শ্রেয়স আইয়ারের ব্যাটে। অপরাজিত ছিলেন পঞ্জাব ক্যাপ্টেন। তাঁর দলের তরুণ ওপেনারই এ বারের আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৯ বলে সেঞ্চুরি করেন তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য।

আইপিএলের মঞ্চে প্রথম বার খেলছেন। প্রস্তুতিতে নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে খেলানো হতে পারে, এই ইঙ্গিত আগেই মিলেছিল। পঞ্জাব কিংসের প্রথম ম্যাচেই সুযোগ পান এই তরুণ বাঁ হাতি ওপেনার। প্রথম সুযোগটাই দারুণ ভাবে কাজে লাগিয়েছিলেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস হলেও দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডার মতো পেসারদের বিরুদ্ধে অবলীলায় খেলেছিলেন। লখনউ এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত দুই ম্যাচে রান পাননি। দুর্দান্ত প্রত্যাবর্তন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে প্রবল বিপদে পড়েছিল পঞ্জাব। একদিকে প্রিয়াংশ। উল্টোদিক থেকে পরপর উইকেট হারাতে থাকে পঞ্জাব কিংস। সকলেই সিঙ্গল ডিজিট। অবশেষে প্রিয়াংশ ও শশাঙ্ক সিংয়ের দুর্দান্ত জুটি পঞ্জাবকে ভরসা দেয়। সেঞ্চুরির পর রানের গতি আরও বাড়াতে চেয়েছিলেন। ৪২ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন প্রিয়াংশ।