India vs Pakistan: ভারত-পাক ক্রিকেট নিয়ে সৌরভের দরজায় রামিজ রাজা
আগামী ১৯ তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সে দিনই সৌরভের সঙ্গে চার দেশিয় সিরিজ নিয়ে কথা বলতে চান রামিজ রাজা। যেখানে ভারত-পাকিস্তানের পাশাপাশি থাকবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই চার দেশের টুর্নামেন্ট থেকে যে টাকা পাওয়া যাবে তা ছোট দেশগুলির ক্রিকেট উন্নয়ণে ব্যবহারের কথা বলেছেন রামিজ রাজা।
করাচি: দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ক্রিকেট মাঠে বাধা। ভারতের ওপর পাকিস্তানের অনৈতিক হামলা ও সন্ত্রাসে মদত বন্ধ না হলে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, আগেই জানিয়ে দিয়েছে ভারত সরকার। সরকার অনুমতি না দিলে পাকিস্তানের বিরুদ্ধে খেলা সম্ভব নয় স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু নিজেদের আর্থিক হাল ফেরাতে ভারতের বিরুদ্ধে খেলা ছাড়া গতি নেই। এটা দায়িত্ব নেওয়ার পর থেকেই টের পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। তাই দেশের ক্রিকেটে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ ভারতের সঙ্গে যে কোনও মূল্যে খেলতে আগ্রহী। দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয় বুঝে চার দেশিয় সিরিজের পরিকল্পনা করেছেন রামিজ রাজা। আর সেটা নিয়েই এ বার বোর্ডে (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দরজায় কড়া নাড়ছেন রামিজ রাজা।
আগামী ১৯ তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সে দিনই সৌরভের সঙ্গে চার দেশিয় সিরিজ নিয়ে কথা বলতে চান রামিজ রাজা। যেখানে ভারত-পাকিস্তানের পাশাপাশি থাকবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই চার দেশের টুর্নামেন্ট থেকে যে টাকা পাওয়া যাবে তা ছোট দেশগুলির ক্রিকেট উন্নয়ণে ব্যবহারের কথা বলেছেন রামিজ রাজা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সাংবাদিকদের রামিজ বলেছেন, “এই নিয়ে আমি সৌরভের সঙ্গে কথা বলব। আমরা দু’জনই জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক। আমাদের কাছে ক্রিকেট রাজনীতি নয়। ভারত যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে, পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন দলকে নিয়েই একটা টুর্নামেন্ট হতে পারে।”
দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও ভারত ও পাকিস্তান, আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ম্যাচে মুখোমুখি হয়। আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ। রামিজ রাজার আশা ভারতীয় দল পাকিস্তানে যাবে এশিয়া কাপ খেলতে। কিন্তু চার দেশিয় টুর্নামেন্টের প্রস্তাব আগেই উড়িয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ জানিয়ে রেখেছেন, গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের একাধিক দীর্ঘ মেয়াদী প্রকল্প আছে। স্বপ্ন মেয়াদী কোনও উদ্যোগে আগ্রহ নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। রামিজ রাজা সৌরভর সঙ্গে কথা বলতে চাইলেও বিসিসিআইয়ের উত্তর কি হতে পারে সেটা ভারতের সাধারণ মানুষও জানেন। তাই আইসিসির টুর্নামেন্টে ও এসিসির টুর্নামেন্ট ছাড়া যে ভারত-পাকিস্তান ক্রিকেট দেখার সম্ভাবনা আপাতত নেই, সেটা পরিস্কার।
আরও পড়ুন : IPL 2022: আইপিএলের আগে কেন চরমবার্তা হার্দিককে?