Phoebe Litchfield: চার, ছক্কায় ছারখার! অর্ধেক ইনিংসেই ভারতের কাছ থেকে ম্যাচ কাড়লেন লিচফিল্ড?

India Women vs Australia Women, ICC Women's World Cup 2025: স্মৃতি মান্ধানা-হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে বছর ২২ এর ফোব লিচফিল্ড (Phoebe Litchfield) কার্যত একা হাতেই ঝড় তুললেন। ৯৩ বলে ১১৯ রানের উপহার দিলেন লিচফিল্ড।

Phoebe Litchfield: চার, ছক্কায় ছারখার! অর্ধেক ইনিংসেই ভারতের কাছ থেকে ম্যাচ কাড়লেন লিচফিল্ড?
অর্ধেক ইনিংসেই ভারতের কাছ থেকে ম্যাচ কাড়লেন লিচফিল্ড?Image Credit source: PTI

Oct 30, 2025 | 5:52 PM

কলকাতা: এ যেন অল্প বিরতিতেই টুপটাপ খসে পড়ছে চার আর ছয়। এই দৃশ্য দেখা গেল নভি মুম্বইয়ে। বলার অপেক্ষা রাখে না, সেখানে চলছে ভারত আর অস্ট্রেলিয়ার মেয়েদের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল (ICC Women’s World Cup 2025)। স্মৃতি-হরমনপ্রীতদের বিরুদ্ধে বছর ২২ এর ফোব লিচফিল্ড (Phoebe Litchfield) কার্যত একা হাতেই ঝড় তুললেন। এই ম্যাচ দেখতে দেখতে অনেকের মনে পড়তে পারে, ২০২৩ সালে আইসিসি পুরুষদের বিশ্বকাপের কথা। সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল এক পায়ে ভর করে ২০১ রানের ইনিংস উপহার না দিলে অজিদের রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালই হয়তো খেলা হত না। এ বার মেয়েদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে অস্ট্রেলিয়ার খেলা হবে কি না, তা সময়ই বলবে। কিন্তু লিচফিল্ড অনেকটাই মনে করিয়ে গেলেন ম্যাক্সির সেই ইনিংসটাকে।

২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয় লিচফিল্ডের। কেরিয়ারে এর আগে খেলেছেন মাত্র ৩৫টা একদিনের ম্যাচ। তাতে অবশ্য ২টো সেঞ্চুরি রয়েছে। আর এ বার ভারতের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি করেছেন ১১৯ রান। ১৭টা চার ও ৩টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন লিচফিল্ড। ক্যাপ্টেন হিলি ৫ রানে আউট হওয়ার পর এলিস পেরির সঙ্গে জুটি বাঁধেন লিচফিল্ড। দ্বিতীয় উইকেটে এলিস পেরির সঙ্গে ১৩৩ বলে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন লিচফিল্ড। ১২৭.৯৫ স্ট্রাইকরেটে লিচফিল্ড দুরন্ত ব্যাটিং করেন ভারতের বিরুদ্ধে।

লিচফিল্ড যখন মাঠ ছাড়েন, সেই সময় অজিদের স্কোর ২ উইকেটে ১৮০। আর ওভার ২৭.২। অর্থাৎ এটা থেকেই পরিষ্কার অজিদের অর্ধেক ইনিংসেই স্কোরবোর্ডে দুরন্ত রান তুলে দেন লিচফিল্ড। এই গতি অজিরা ধরে রাখতে পারলে ফাইনালের টিকিটের জন্য ভারতের সামনে রানের পাহাড় থাকবে।