Zimbabwe Cricket: এমন বাবা আর কে হবেন? স্তম্ভিত ক্রিকেট দুনিয়া!

Zimbabwe vs Ireland: হোক না ক্রিকেট মাঠ, কিন্তু মেয়েকে বুকে জড়িয়ে কোনও ক্যামেরাম্যান যে একটা আস্ত ক্রিকেট (Cricket) ম্যাচ কভার করে ফেলতে পারেন, কে জানত!

Zimbabwe Cricket: এমন বাবা আর কে হবেন? স্তম্ভিত ক্রিকেট দুনিয়া!
এমন বাবা আর কে হবেন? স্তম্ভিত ক্রিকেট দুনিয়া! (Pic Courtesy-Carol Radull Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 3:36 PM

হারারে: খেলাই ভাবায়। খেলাই শেখায়। খেলাই বদলে দেয় দৃষ্টিভঙ্গী। মাঠের বন্ধুত্ব, ভাতৃত্বের অনেক ছবি সারা বিশ্ব দেখেছে বহুবার। কিন্তু এমন বাবাকে হয়তো আর কখনও দেখার সুযোগ মেলেনি। হোক না ক্রিকেট মাঠ, কিন্তু মেয়েকে বুকে জড়িয়ে কোনও ক্যামেরাম্যান যে একটা আস্ত ক্রিকেট (Cricket) ম্যাচ কভার করে ফেলতে পারেন, কে জানত! কোনও ক্রিকেট ম্যাচের লাইভ করা কার্যত মহাযজ্ঞ। মাঠের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা ম্যাচ লাইভ করা হয়। বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য সদা জাগ্রত থাকতে হয় ভিডিয়ো ক্যামেরাম্যানদের। আন্তর্জাতিক ম্যাচ হলে তো কথাই নেই। সেই রকম একটা ম্যাচের লাইভ কভারেজ করার সময় এক আশ্চর্য বাবাকে দেখল ক্রিকেট দুনিয়া। যে বাবার গল্প হয়তো ইতিহাস হয়ে যাবে। সেই গল্প নিজের মেয়েদের শোনাবেন অনেক বাবা। ওই অন্য ধারার বাবার কাহিনিই তুলে ধরল TV9 Bangla

ঘটনাস্থল জিম্বাবোয়ের হারারে ক্রিকেট স্টেডিয়াম। আয়ার্ল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। জিম্বাবোয়ে ঘরের মাঠে সিরিজ জিতেছে। কিন্তু মন জিতেছেন এমফুয়া সোকো নামের এক ক্যামেরাম্যান। গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ক্যামেরার পিছনে তিনি দাঁড়িয়েছিলেন মেয়েকে বুকে নিয়েই। মাত্র কয়েক মাস বয়স সেই মেয়ের। বাবা সোকোই যাবতীয় দায়িত্ব সামলান মেয়ের। পেশায় ক্যামেরাম্যান হলেও, জিম্বাবোয়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকলেও সোকো মেয়েকে কাছ ছাড়া করেননি। বুকে আটকে রাখা বেবি ক্যারিয়ারে মেয়েকে নিয়ে ক্যামেরাবন্দি করেছেন জিম্বাবোয়ের ম্যাচ। যে ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বাবা সোকোর ম্যাচ টেলিকাস্টের সময় মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমন দৃশ্য মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ক্রিকেট বিশ্বের।

১৫ জানুয়ারির ঘটনা ছিল ওটা। দিন তিনেক পর, অর্থাৎ ১৮ জানুয়ারি সোকোকে আবার দেখা গিয়েছে মাঠে, ওয়ান ডে ম্যাচ কভার করতে। কেনিয়ান ক্রিকেট সাংবাদিক ক্যারল রাডুল ওই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ঝড় বয়ে গিয়েছে। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘হারারে স্টেডিয়ামে ওই ক্যামেরাম্যান যে দিকটা তুলে ধরেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওর পুঁচকে মেয়েটাও যেন ছুপচাপ থেকে বাবাকে সাহায্যই করছিল।’

দক্ষিণ আফ্রিকার এক লেখক জেমস হল আবার জিম্বাবোয়ের ওই ক্যামেরাম্যান সোকোকে ব্যক্তিগত ভাবে চেনেন। তিনি বলেছেন, ‘বাবা এবং পেশার প্রতি দায়বদ্ধতা, দুটো একসঙ্গে তুলে ধরেছেন সোকো। এটা একটা দারুণ দিক। কখনও না ভোলার মতো ব্যাপার।’