AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS : হারের পর রোহিতের মুখে পিচ ও পার্টনারশিপ

IND vs AUS, 3rd ODI POST MATCH : ভারতের কাছে এই সিরিজ অস্বস্তির হলেও অস্ট্রেলিয়ার জন্য বিশাল প্রাপ্তি। বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরেছিল অজিরা।

IND vs AUS : হারের পর রোহিতের মুখে পিচ ও পার্টনারশিপ
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 11:55 PM
Share

চেন্নাই : এ বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ। তার আগে প্রতিটি সিরিজই বিশ্বকাপের প্রস্তুতি। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার যেন সেই প্রস্তুতিতেই ধাক্কা খেল। ২০১৯ সালে শেষ বার ঘরের মাঠে ওডিআই সিরিজ হেরেছিল ভারত। চার বছর পর প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়াই। সিরিজে ০-১ পিছিয়ে থেকেও অজিরা জিতল ২-১ ব্যবধানে। ওয়াংখেড়েতে প্রথম ম্য়াচে ছিলেন না রোহিত শর্মা। ওডিআই-তে প্রথম বার দেশকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে লজ্জার হার ভারতের। চেন্নাইতে সিরিজ নির্ণায়ক ম্য়াচে জেতার মতো জায়গায় থেকেও হার। পিচ কতটা কঠিন ছিল? হারের অধিনায়ক রোহিত শর্মা যা বললেন, বিস্তারিত TV9Bangla-য়।

পিচ কঠিন ছিল, এমনটাই দাবি অধিনায়ক রোহিত শর্মার। এই পিচে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার, লোয়ার অর্ডার রান করেছে। ভারতীয় দল বড় পার্টনারশিপ গড়তে ব্য়র্থ। ২৭০ রান তাড়া করতে নেমে ২৪৮ রানেই অলআউট ভারত। অধিনায়ক রোহিত শর্মা ম্য়াচ শেষে বলেন, ‘লক্ষ্য়টা বিশাল বড় ছিল বলে মনে করি না। তবে দ্বিতীয় ইনিংসে পিচ ব্য়াটিংয়ের জন্য কিছুটা হলেও কঠিন ছিল। যাই হোক, আমরা ভালো ব্য়াটিং করতে পারিনি। পার্টনারশিপ খুবই জরুরি। আমরা পার্টনারশিপ গড়তে ব্য়র্থ হয়েছি।’ এমন পিচ ভারতীয় ক্রিকেটারদের কাছে নতুন নয়। সারা বছরই খেলতে হয়। তার পরও ভারতের ব্য়াটিং অ্যাপ্রোচ অস্বস্তি বাড়ানোর মতোই। রোহিত আরও বলেন, ‘এরকম পিচে খেলে অভ্যস্ত আমরা প্রত্যেকেই। তারপরও যে ভাবে আউট হয়েছি…। কোনও একজন ব্য়াটারকে শেষ অবধি টিকে থাকতে হত।’

ভারতের কাছে এই সিরিজ অস্বস্তির হলেও অস্ট্রেলিয়ার জন্য় বিশাল প্রাপ্তি। বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরেছিল অজিরা। সিরিজের মাঝপথে পারিবারিক কারণে দেশে ফিরতে হয় অধিনায়ক প্য়াট কামিন্সকে। ইন্দোর টেস্ট থেকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ইন্দোরে জয়, আমেদাবাদ টেস্ট ড্র। ওডিআই সিরিজে তাঁর নেতৃত্বেই জিতল অজিরা। ২০১৯ সালে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ওডিআই সিরিজ হেরেছিল ভারত। এ বার স্মিথের নেতৃত্বে। বিশ্বকাপের প্রস্তুতিতে কতটা ধাক্কা লাগল? অধিনায়ক রোহিতের কথায়, ‘জানুয়ারি থেকে এই অবধি ৯টি ওডিআই খেলেছি আমরা। ইতিবাচক অনেক দিকই রয়েছে। তবে অনেক খামতিও রয়েছে। এই সিরিজে হার দলগত ব্য়র্থতা। আমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে।’