IND vs NZ: হার্দিকদের ডু অর ডাই ম্যাচে পরিবর্তনের ভাবনা টিম ম্যানেজমেন্টের
India vs New Zealand Preview: অর্শদীপের জায়গায় বাংলার পেসার মুকেশ কুমারকে খেলানোর পরিকল্পনা আছে ভারতীয় দলের। এখনও জাতীয় দলে অভিষেক হয়নি মুকেশের। ফিন অ্যালেন, কনওয়ে, মিচেলদের ব্যাটিং বিভাগে ভাঙন ধরাতে নতুন মুখ মুকেশ ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতেই পারেন।

লখনউ: একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই কিউয়িদের কাছে হারে ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। হার্দিক পান্ডিয়াদের কাছে মরণবাঁচন লড়াই। লখনউয়ে ম্যাচের ফল অন্যরকম হলেই, সিরিজ হাতছাড়া হয়ে যাবে ভারতের। তাই জয়ে ফিরতে মুখিয়ে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। একঝাঁক তরুণ ক্রিকেটার ভারতীয় দলে। প্রথম ম্যাচে কিউয়িদের কাছে ২১ রানে যায় ভারত। ওয়াশিংটন সুন্দর আর সূর্যকুমার যাদব ছাড়া কেউই সে ভাবে দাঁত ফোটাতে পারেননি। ব্যাটিং ভরাডুবির জেরেই প্রথম ম্যাচে হারতে হয় ভারতকে। বোলিংয়েও আস্থা অর্জনে ব্যর্থ অর্শদীপ সিং। এমনকি বোলিং বিভাগে ছাপ রাখতে ব্যর্থ শিবম মাভিও। লখনউয়ে এগারো জনের দলে পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত TV9Bangla-য়।
অর্শদীপ সিং শেষ ওভারে ২৭ রান দেন। যা অবশ্যই ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বোলিং বিভাগে পরিবর্তন আনার ভাবনায় থিঙ্ক ট্যাঙ্ক। অর্শদীপের জায়গায় বাংলার পেসার মুকেশ কুমারকে খেলানোর পরিকল্পনা আছে ভারতীয় দলের। এখনও জাতীয় দলে অভিষেক হয়নি মুকেশের। ফিন অ্যালেন, কনওয়ে, মিচেলদের ব্যাটিং বিভাগে ভাঙন ধরাতে নতুন মুখ মুকেশ ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতেই পারেন।
টপ অর্ডারের ব্যর্থতা ভুলে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছাড়াই টি-টোয়েন্টি সিরিজের দল বাছা হয়েছে। চোটে নেই শ্রেয়স আইয়ারও। অভিজ্ঞ ব্যাটার বলতে সূর্যকুমার যাদব আর অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাই দ্বিতীয় ম্যাচে বাড়তি চাপ নিয়েই মাঠে নামতে হবে হার্দিকদের। প্রথম টি-টোয়েন্টিতে চার জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে নেমেছিল ভারতীয় দল। হার্দিক, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডারা প্রত্যেকেই অলরাউন্ডার। পৃথ্বী শ-কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ওপেনিং বিভাগে বদল আসতে পারে।
লখনউয়ের উইকেট ব্যাটিং সহায়ক। কুড়ি ওভারের ফরম্যাটে প্রথম ইনিংসে দেড়শোর উপর রান ওঠে। শেষ বার এই উইকেটে ১৯৯ রান করেছিল ভারত। তাই হার্দিকদের কাছ থেকে বড় রানের প্রত্যাশা রাখছেন সমর্থকরা। ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের চ্যালেঞ্জটা অনেক কঠিন। ঘুরে দাঁড়ানোর ম্যাচে অল আউট ঝাঁপিয়ে সিরিজ বাঁচাতে মরিয়া টিম ইন্ডিয়া।





