AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2022: শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে নামছে নিউজিল্যান্ড

New Zealand vs Sri Lanka: নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি, ফিট হয়ে উঠেছেন ড্যারেল মিচেল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে চোট পেয়েছিলেন ড্যারেন। মার্ক চাপম্যানের পরিবর্তে একাদশে ফিরছেন তিনি।

T20 World Cup 2022: শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে নামছে নিউজিল্যান্ড
Image Credit: ICC
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 6:30 AM
Share

সিডনি : এ বারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) হার জিতের চেয়েও শিরোনামে বৃষ্টি। গ্রুপ ১-এ বেশ কিছু ম্যাচে এর প্রভাব পড়েছে। গ্রুপ ২-এর পরিস্থিতিও তাই। এর মাঝে একটা ম্যাচ হওয়া এবং ২ পয়েন্ট নিতে পারলে অনেকটাই সুবিধা। আজ গ্রুপ ১-এ মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা (Sri Lanka)। বাকি দলের তুলনায় এক ম্যাচ কম খেলে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় মানেই সেমিফাইনালের পথে এক পা ফেলে রাখা। সেটাই লক্ষ্য থাকবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অপেক্ষা, অস্বস্তি সবই বাড়বে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে যেই জিতুক বাকিদের সঙ্গে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।

কাগজে কলমে নিঃসন্দেহে অনেক শক্তিশালী দল নিউজিল্যান্ড। এ বারের বিশ্বকাপের ট্রেন্ড সেই তত্বের উপর দাঁড়িয়ে নেই। আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে, জিম্বাবোয়ের কাছে হেরেছে পাকিস্তান। এশিয়া সেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে তাদের ‘বিপজ্জনক দল’ হিসেবেই বর্ণনা করছেন কিউয়ি পেসার টিম সাউদি। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘শ্রীলঙ্কা বিপজ্জনক দল। ওদের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানকার পিচ কেমন হবে জানা নেই। আমাদের ব্যাটাররা অনেক দক্ষ স্পিনারকে সামলেছে। রোমাঞ্চকর একটা ম্যাচ হতে চলেছে, এ টুকু বলতে পারি।’

নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি, ফিট হয়ে উঠেছেন ড্যারেল মিচেল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে চোট পেয়েছিলেন ড্যারেন। মার্ক চাপম্যানের পরিবর্তে একাদশে ফিরছেন তিনি। শ্রীলঙ্কা শিবিরে একের এক চোট সমস্যা। নতুন সংযোজন বাঁ হাতি পেসার বিনুরা ফার্নান্ডো। তাঁর পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে কসুন রজিতাকে। শ্রীলঙ্কার সহকারী কোচ অবশ্য ধোঁয়াশাই রেখেছেন। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারায় কিউয়িরা। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শ্রীলঙ্কা গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। তবে সিডনির পিচ এবং পরিস্থিতি শ্রীলঙ্কা বোলিং বিভাগের জন্য ইতিবাচক দিক। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে বেগ দিতে পারে তারা।

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দুপুর ১.৩০