Prithvi Shaw: পৃথ্বী শো! সূর্যকুমার যাদবের টিমের বিরুদ্ধে ২২০ স্ট্রাইকরেটে তাণ্ডব
T20 Mumbai League: টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন পৃথ্বী শ। সূর্যকুমার যাদবের টিমের বিরুদ্ধে যে ভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল, টি-টোয়েন্টি কেরিয়ারে সেঞ্চুরিটাও হয়ে যেতে পারে।

ভারতীয় ক্রিকেটে হারিয়ে যাওয়া ব্যাটার! সকলকে যেন মনে করালেন, তিনি এখনও রয়েছেন। দীর্ঘ ছ-মাস পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরেছেন। যদিও মুম্বই টি-টোয়েন্টি লিগে তাঁর টিম সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন পৃথ্বী শ। সূর্যকুমার যাদবের টিমের বিরুদ্ধে যে ভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল, টি-টোয়েন্টি কেরিয়ারে সেঞ্চুরিটাও হয়ে যেতে পারে। তা অবশ্য হয়নি। তবে ২২০ স্ট্রাইকেরেটে তাণ্ডব দেখালেন পৃথ্বী শ।
একটা সময় ভারতীয় ক্রিকেটে ‘নেক্সট’ বিগ থিং ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। বর্তমান ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল পৃথ্বীর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। জাতীয় দলে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি পৃথ্বীরও। টেস্ট অভিষেকে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও প্রভাব পড়ে।
কাউন্টি ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ ছিল। ঘরোয়া ক্রিকেটেও খেলছিলেন। কিন্তু এ বছর মুম্বই টিম থেকেও বাদ পড়েছিলেন পৃথ্বী শ। ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয় নতুন করে। ফিটনেসের উন্নতিতে জোর দেন। মুম্বই টি-টোয়েন্টি লিগে অনেক তরতাজা পৃথ্বীকেই দেখা গেল। এ দিন সূর্যকুমার যাদবের ট্রায়াম্প নাইটের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নর্থ মুম্বই ক্যাপ্টেন পৃথ্বী শ।
বাঁ হাতি ওপেনার দিব্যাংশ সাক্সেনা দ্রুত ফিরলেও উল্টোদিকে ঝড় তোলেন পৃথ্বী। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী। এরপর তাণ্ডব আরও বাড়ে। একের পর এক ডেলিভারি আছড়ে পড়ছিল গ্যালারিতে। আরও একটা বড় শট খেলার চেষ্টাতেই অবশ্য মাঠ ছাড়তে হয়। মিড উইকেটে ধরা পড়েন। মাত্র ৩৪ বলে ৭৫ রান করেন পৃথ্বী শ। শেষ কবে তাঁর ব্যাটে হাফসেঞ্চুরি এসেছিল, তিনি নিজেও হয়তো মনে করতে পারবেন না। একডজন বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মারেন পৃথ্বী।
