AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prithvi Shaw: মাস ছয়েক পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে, ঝড় তুললেন পৃথ্বী শ

T20 Mumbai League: অবশেষে মুম্বই টি-টোয়েন্টি লিগ দিয়ে দীর্ঘ প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন। কিন্তু প্রথম ম্যাচে হতাশ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত।

Prithvi Shaw: মাস ছয়েক পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে, ঝড় তুললেন পৃথ্বী শ
Image Credit source: ScreenGrab/x
Follow Us:
| Updated on: Jun 06, 2025 | 11:14 PM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই হারিয়ে গিয়েছেন। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাতেও অবশ্য জায়গা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। মেগা অকশনে ছিলেন অবিক্রিত। ঘরোয়া ক্রিকেটেও সুযোগ পাচ্ছিলেন না। ক্রিকেটের মূলস্রোতে ফেরার লক্ষ্যে ফিটনেসের দিকে জোর দেন। অবশেষে মুম্বই টি-টোয়েন্টি লিগ দিয়ে দীর্ঘ প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন। কিন্তু প্রথম ম্যাচে হতাশ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত।

মুম্বই টি-টোয়েন্টি লিগে নর্থ মুম্বই প্যান্থার্সের মার্কি প্লেয়ার তথা ক্যাপ্টেন পৃথ্বী শ। কিন্তু দীর্ঘ দিন পর ফেরায় প্রথম ম্যাচে হতাশ করেছিলেন। ৪ বল খেলে মাত্র ৫ রান করেছিলেন। তবে অন্ধেরী টিমের বিরুদ্ধে ক্যাপ্টেন্সিতে নজর কাড়েন পৃথ্বী। তেমনই ব্যাটিংয়েও। প্রথম ব্যাট করে অন্ধেরী। শিবম দুবের টিম মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে পৃথ্বীর নর্থ মুম্বই প্যান্থার্সকে ১৩৫ রানের টার্গেট দেয় তারা।

রান তাড়ায় শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করেন পৃথ্বী এবং তরুণ বাঁ হাতি ওপেনার দিব্যাংশ সাক্সেনা। ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙে। স্টেপ আউট করে মারতে চেয়েছিলেন পৃথ্বী। স্পিনার মুশির খানের বোলিংয়ে ক্রিজ ছেড়ে অনেকটাই এগিয়ে যান। স্টাম্পিং মিস করেননি কিপার। মাত্র ২৩ বলে ৩৩ রান পৃথ্বীর। ৪টি বাউন্ডারি এবং একটি ছয়ও মারেন। প্রায় ১৪৪ স্ট্রাইকরেট।