AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prithvi Shaw : ইংল্যান্ডে পা দিয়েই ব্যাটে ঝড় পৃথ্বীর

Prithvi Shaw County Cricket: পৃথ্বী শ ইংলিশ কাউন্টি টিম নর্দাম্পটনশায়ার ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত হয়েই ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন।

Prithvi Shaw : ইংল্যান্ডে পা দিয়েই ব্যাটে ঝড় পৃথ্বীর
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 1:24 PM
Share

লন্ডন : ইংলিশ কাউন্টি টিম (English County) নর্দাম্পটনশায়ারের যুক্ত হয়েই ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন পৃথ্বী শ। ৩৯ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। নর্দাম্পটনশায়ারের পক্ষ থেকে পৃথ্বীর ব্যাটিংয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। পৃথ্বীর (Prithvi Shaw) চার-ছক্কা হাঁকানোর ক্লিপ শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “সোজা কথা”। এই প্রথম বার কাউন্টিতে খেলছেন পৃথ্বী শ। যে কারণে দেওধর ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নর্দাম্পটনের হয়ে ওয়ান ডে কাপে খেলবেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে কাপ। প্রথমদিনই মাঠে নামছে নর্দাম্পটনশায়ার। ম্যাচটি রয়েছে চেল্টনহ্যামে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে। পৃথ্বী কাউন্টি চ্য়াম্পিয়নশিপে খেলতে চেয়েছিলেন। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ইংল্যান্ড পৌঁছতে সময় লেগে যায়। যে কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি। নর্দাম্পটনের সঙ্গে যুক্ত হওয়ার পর পৃথ্বী শ বলেছেন, “আমার কাছে এটা দারুণ সুযোগ। নর্দাম্পটনশায়ারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এখানকার অভিজ্ঞতা আমার কাজে লাগবে।” বেশ কিছুদিন ধরে ফর্ম নিয়ে যুঝছেন পৃথ্বী। ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে রান তুলতে হিমশিম খেয়েছেন। যে কারণে কয়েকটি ম্যাচ থেকে বাদও পড়েন।

সাম্প্রতিক দলীপ ট্রফিতেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি পৃথ্বী। চার ইনিংসে বড়জোর একটি অর্ধশতরান। চলতি বছরে কাউন্টিতে খেলা পঞ্চম ভারতীয় হলেন পৃথ্বী শ। তিনি ছাড়া চেতেশ্বর পূজারা (সাসেক্স), অজিঙ্ক রাহানে (লেস্টারশায়ার), অর্শদীপ সিং (কেন্ট), নভদীপ সাইনি (ওরচেস্টারশায়ার)-এর হয়ে খেলেছেন।