
ভারত ও অস্ট্রেলিয়ার এ দল সদ্য লাল-বলের সিরিজ খেলেছে। প্রথম ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ম্যাচ ও সিরিজ জিতেছে ভারত এ দল। প্রথম বেসরকারি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে সরে দাঁড়ান। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে শ্রেয়স অনুরোধ করেছিলেন, লাল-বলের ক্রিকেটে তাঁকে ছ-মাসের বিরতির দেওয়ার জন্য। সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ওয়ান ডে সিরিজে ভারত এ দলের নেতৃত্বে শ্রেয়সই। সব কিছু ঠিক থাকলে রোহিত শর্মার পর ওয়ান ডে-তে ভারতের নেতৃত্ব দেওয়া হতে চলেছে শ্রেয়সকেই। ভারত এ দলের ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত পারফর্ম করলেন। শুধু তাই নয়, শ্রেয়সের পাশাপাশি অনবদ্য সেঞ্চুরি ওপেনার প্রিয়াংশ আর্যর।
ভারত ও অস্ট্রেলিয়া এ দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর কথা ছিল ৩০ সেপ্টেম্বর। বৃষ্টির কারণে এক বলও খেলা যায়নি। অবশেষে রিজার্ভ ডে অর্থাৎ আজ দু-দল মুখোমুখি হয়েছিল। ব্যাটিং ধামাকা দেখা গেল কানপুরে। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন উইল সাদারল্যান্ডের। এরপর ভারতের ব্যাটিং তাণ্ডব। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মাকে এখন কে না চেনেন। সঙ্গে এটাও জানেন যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তি গড়ে তুলেছেন অভিষেককে। যুবির আর এক ছাত্রকেও ভুললে চলবে না। বাঁ হাতি তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। তিনি আইপিএলে খেলেন পঞ্জাব কিংসে। শ্রেয়স তাঁর ক্যাপ্টেন।
ভারত এ দলের হয়ে প্রথম ওয়ান ডে-তে ৮৪ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস প্রিয়াংশের। আর এক ওপেনার প্রভসিমরন সিং ৫৩ বলে ৫৬ রান করেন। ক্যাপ্টেন শ্রেয়স নেমেছিলেন তিনে। মাত্র ৮৩ বলে ১১০ রান শ্রেয়সের। ইনিংসে একডজন বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। ভারত এ দলের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১৩ রান করে ভারত এ দল।
বোর্ডে এত্ত বড় স্কোর। যে কোনও টিমের পক্ষেই তাড়া করতে নেমে হিমসিম খাওয়ার কথা। অস্ট্রেলিয়া এ দলের ক্ষেত্রেও সেটাই হল। ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে হাফসেঞ্চুরি করেন। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারে ক্যাপ্টেন উইল সাদারল্যান্ড ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। ৩৩.১ ওভারে মাত্র ২৪২ রানেই অস্ট্রেলিয়া এ দলকে গুটিয়ে দেয় ভারত। বাঁ হাতি স্পিনার নিশান্ত সিন্ধু ৪ উইকেট নেন। দুটি উইকেট লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের ঝুলিতে। কাল, বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নামছেন শ্রেয়সরা।