Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PSL Prize Money: পিএসএল বিজয়ী দলের আর্থিক পুরস্কার কত জানেন?

WPL 2023, Smriti Mandhana: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটিতে নিয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। পাকিস্তান সুপার লিগের বিজয়ী দলের আর্থিক পুরস্কারের প্রায় সমান।

PSL Prize Money: পিএসএল বিজয়ী দলের আর্থিক পুরস্কার কত জানেন?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 9:29 PM

লাহোর : পাকিস্তান সুপার লিগে খেলেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররাই। তবে আর্থিক পুরস্কারের দিক থেকে এতটাই পিছিয়ে, তারকা ক্রিকেটারদের পাওয়া যায় না এই লিগে। এশিয়া কাপ আয়োজন নিয়ে কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান। এ বারের এশিয়া কাপের আয়োজক তারাই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার করে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে টুর্নামেন্ট পাকিস্তানে হওয়া কার্যত অসম্ভব। আর্থিক ভাবে ধুঁকতে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে যা বিরাট ধাক্কা। আর্থিক ভাবে পিসিবি কতটা পিছিয়ে তা তাদের পাকিস্তান সুপার লিগেই পরিষ্কার। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার সঙ্গে পিএসএল কোনও তুলনাতেই আসে না। এমনকি সদ্য শুরু হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগের থেকেও পিছিয়ে পিএসএল। কেন জানেন? বিস্তারিত TV9Bangla-য়।

পাকিস্তান সুপার লিগে চ্য়াম্পিয়ন হয়েছে লাহোর কলন্দর। ফাইনালে মুলতান সুলতানকে মাত্র ১ রানে হারিয়েছে তারা। রোমাঞ্চকর একটি ফাইনাল হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু প্রাইজ মানি? শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন বিজয়ী লাহোর কলন্দর পেয়েছে পাকিস্তানি টাকায় ১২০ মিলিয়ন! ভারতীয় মুদ্রায় ৩.৬ কোটির মতো। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান টিম পেয়েছে ভারতীয় মুদ্রায় ১.৫ কোটির মতো। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটিতে নিয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। পাকিস্তান সুপার লিগের বিজয়ী দলের আর্থিক পুরস্কারের প্রায় সমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনায় আনলে অবশ্য় অনেক অনেক পিছিয়ে পড়বে পিএসল।

আইপিএল ছাড়াও আর্থিক পুরস্কারের দিক থেকে বিশ্বের অনান্য় ফ্র্য়াঞ্চাইজি লিগের সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে পিএসএল। আইপিএলের থেকে আর্থিক পুরস্কারে একমাত্র এগিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দল। এমনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলও আইপিএল বিজেতার থেকে কম আর্থিক পুরস্কার পায়। পাকিস্তান সুপার লিগে এ বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানি মুদ্রায় পেয়েছেন প্রায় ৫ মিলিয়ন। টুর্নামেন্টের সেরা বোলার ইসানুল্লাও প্রায় একই আর্থিক পুরস্কার পেয়েছেন।