Pakistan Cricket: ম্যাচ গড়াপেটা নিয়ে সব ফাঁস করে দেব! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের হুঁশিয়ারি

Pakistan Cricket Board: শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁর এই বার্তা নাকি সত্য়িই অনেক কিছু জানেন, এই নিয়েও অবশ্য জোর জল্পনা চলছে। তবে এই বার্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে কিছুটা হলেও হইচই পড়েছে বলাই যায়। কী বলছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার?

Pakistan Cricket: ম্যাচ গড়াপেটা নিয়ে সব ফাঁস করে দেব! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের হুঁশিয়ারি
Image Credit source: Stu Forster/ALLSPORT/Getty Images

Apr 21, 2025 | 7:44 PM

ম্যাচ গড়াপেটা নিয়ে একাধিক বার নাম জড়িয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। গড়াপেটার দায়ে নির্বাসনের শিকারও হয়েছিলেন। এ বার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার ফিক্সিং নিয়ে অনেক তথ্য ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁর এই বার্তা নাকি সত্য়িই অনেক কিছু জানেন, এই নিয়েও অবশ্য জোর জল্পনা চলছে। তবে এই বার্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে কিছুটা হলেও হইচই পড়েছে বলাই যায়। কী বলছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ?

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রশিদ লতিফ। এর আগেও বেশ কয়েকবার ‘ম্যাচ ছেড়ে দেওয়া’ প্রসঙ্গে মুখ খুলেছেন। এর জেরেই প্রবল চাপে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। একঝাঁক ক্রিকেটারের নাম উঠেছিল। যাঁরা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। সেই স্ক্যান্ডালের নানা তথ্য প্রকাশ্যে এসেছিল। উঠে এসেছিল বেশ কিছু হাইপ্রোফাইল নাম। যেমন আতাউর রহমান, দানিশ কানেরিয়া, সলমন বাট, মহম্মদ আমির, মহম্মদ আসিফ, শারজিল খান, সেলিম মালিকের মতো নানা নাম। এমনকি কিংবদন্তি ওয়াসিম আক্রমের নামও। যা নিয়ে তদন্তও হয়েছিল।

এর আগেও অনেক প্রাক্তন ক্রিকেটারই হুঁশিয়ারি দিয়েছেন, ম্যাচ ফিক্সিং নিয়ে নানা কথা প্রকাশ্যে আনার। কিন্তু আদতে তেমন কিছুই দেখা যায়নি। অনেকে যেমন সলমন বাট, মহম্মদ আমিরের মতো ক্রিকেটাররা নির্বাসনও কাটিয়েছেন। আবার টিমেও ফিরেছিলেন। ফলে রশিদ লতিফের এই হুঁশিয়ারিকে অনেকেই স্রেফ দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেও মনে করছেন।