T20 World Cup 2021: কৃষ্ণাঙ্গ বিপ্লবে অংশ নিয়ে হাঁটু মুড়লেন ডি’কক

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ বিপ্লবে রাজি না হওয়ায় ডি'কককে দল থেকে বাদ দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (Cricket South Africa)। গত পরশু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন ডি'কক। তারপরই তাঁকে বিশ্বকাপে খেলার অনুমতি দেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

T20 World Cup 2021: কৃষ্ণাঙ্গ বিপ্লবে অংশ নিয়ে হাঁটু মুড়লেন ডিকক
কুইন্টন ডি'কক। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 30, 2021 | 5:57 PM

শারজা: হাঁটু মুড়লেন কুইন্টন ডি’কক (Quinton De Kock)। ব্ল্যাক লাইভস ম্যাটারে  (Black Lives Matter) অংশ নিলেন প্রোটিয়া (Proteas) উইকেটকিপার। প্রোটিয়া উইকেটকিপারের একটা সিদ্ধান্তই তোলপাড় করে দিয়েছিল ক্রিকেট দুনিয়া। কৃষ্ণাঙ্গ বিপ্লবে ‘অরাজি’ হওয়ায় দল থেকেই বাদ পড়েছিলেন কুইন্টন ডি’কক। দলে ফিরতে তাঁকে ক্ষমাও চাইতে হয়েছে। নিজের অবস্থান থেকেও সরে আসতে হয়েছে। অবশেষে আজ দলে ঠাঁই পেয়েছেন ডি’কক। শুধু খেললেনই না, কৃষ্ণাঙ্গ বিপ্লবে অংশও নিলেন।

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সুপার ১২-এর (Super 12) ম্যাচে সবার নজর ছিল কুইন্টন ডি’ককের দিকে। বিশ্বকাপে প্রতি ম্যাচেই খেলা শুরুর আগে কৃষ্ণাঙ্গ বিপ্লবে অংশ নিতে হয় ক্রিকেটারদের। সেই মুহূর্তে দেখা গেল হাঁটু মুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটারে অংশ নিলেন ডি’কক।

 

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ বিপ্লবে রাজি না হওয়ায় ডি’কককে দল থেকে বাদ দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (Cricket South Africa)। গত পরশু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন ডি’কক। তারপরই তাঁকে বিশ্বকাপে খেলার অনুমতি দেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বর্ণবিদ্বেষ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এক রক্তাক্ত পর্যায়। যার জেরে কয়েক দশক আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত ছিল প্রোটিয়ারা। নয়ের দশকের গোড়ায় আবার ক্রিকেটের মূলস্রোতে ফেরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ বিতর্ক প্রোটিয়া ক্রিকেটে কখনই মেটেনি। এমন কি সাম্প্রতিক কিছু ঘটনাও তৈরি করেছে বিতর্ক। যে কারণে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার টিমে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হয়েছেন তেম্বা বাভুমা।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: সমালোচনায় বিধ্বস্ত আসিফ এখন ফিনিশার