T20 World Cup 2021: সমালোচনায় বিধ্বস্ত আসিফ এখন ফিনিশার
সব মিলিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট বেশ ভালো। যে কারণে তাঁকে বিশ্বকাপে খেলানো সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তা যে ভুল ছিল না, সঠিক সময়ে প্রমাণ করে দিয়েছেন তিনি।

দুবাই: এক ওভারে চারটে ছয় মেরে টি-টোয়েন্টির (T20) দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন। তা সত্ত্বেও আসিফ আলি (Asif Ali) সোশ্যাল মিডিয়া থেকে শত যোজন দূরে। কেন? এর আগে তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছে তাঁকে। ৩ ম্যাচে ১৩ রান কেন, তা নিয়ে জবাবদিহি চেয়েছিলেন পাকিস্তান (Pakistan ) সমর্থকরা। কিন্তু আসিফ সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তান ম্য়াচের শেষ দিকে একাই জিতিয়েছেন দেশকে। এই মুহূর্তে আসিফকে বলা হচ্ছে সেরা ফিনিশার।
যার পর আসিফ বলেছেন, ‘লোকে আমাকে ৩ ম্যাচে কেন রান পায়নি, তা নিয়ে নানা প্রশ্ন করেছে। কেন পাইনি, সেটা তারা খতিয়ে দেখেনি। শেষ ওভারে ২-৩ বল খেলার সুযোগ পেয়েছি। কী করে রান পাব? তা সত্ত্বেও দিনের পর দিন সমালোচনা করা হয়েছে। কিন্তু আমি ও সবে নজর দিইনি। সেই কারণেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি।’
৩০ বছরের আসিফকে বিশ্বকাপের টিমে নেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪১ করার পর টি-টোয়েন্টিতে আর বড় রান নেই তাঁর ব্যাটে। কিন্তু সব মিলিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট বেশ ভালো। যে কারণে তাঁকে বিশ্বকাপে খেলানো সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তা যে ভুল ছিল না, সঠিক সময়ে প্রমাণ করে দিয়েছেন তিনি।
মাত্র ৭ বলে নট আউট ২৫ করেছেন আসিফ। ওতেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। আসিফ প্রেস মিটে বলেছেন, ‘শেষ দুটো সিরিজে আমি ৬ নম্বরে ব্যাট করেছিলাম। মিডল অর্ডারে ব্যাট করার জন্য কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ সামলাতে হয়। আমি টিমে কখনও ঢুকি, কখনও বাদ পড়ি। যে পরিস্থিতিতে টিমের দরকার হয়, আমাকে নেওয়া হয়। আর তখন কিন্তু আমি নিজের কাজে ফোকাস করি। আমি নিজের সেরাটা দিতে পারব বলেই নেওয়া হয় টিমে।’
আরও পড়ুন: T20 World Cup 2021: ধোনি মডেল অনুসরণ করে হয়তো পাক ম্যাচের টিমই খেলবে রবিবার
