T20 World Cup 2021: ধোনি মডেল অনুসরণ করে হয়তো পাক ম্যাচের টিমই খেলবে রবিবার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ট্র্যাক রেকর্ড দেখা হয়, তা হলে কিন্তু ২০০৩ সালের পর আইসিসি টুর্নামেন্টে তাদের হারাতে পারেনি ভারত। সে দিকে তাকালে কিন্তু এই ম্যাচ বেশ চাপেরই হতে চলেছে।

দুবাই: যে মডেল অনুসরণ করে চেন্নাই সুপার কিংসকে (CSK) সাফল্য দিয়েছেন বছরের পর বছর, টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2021) ভারতের ক্ষেত্রেও তাই করতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যার নির্যাস হিসেবে নিউজিল্যান্ড ম্যাচেও ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত কম। এর অর্থ হল, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যতই সমালোচনা চলুক, ভুবনেশ্বর কুমারের ফর্ম নিয়ে যতই কথা হোক, কিউয়ি ম্যাচেও এঁরাই খেলবেন।
অন্য গ্রুপের থেকে ভারতের গ্রুপ তুলনায় সহজ। কিন্তু পাকিস্তানের কাছে হেরে বসায় বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে বিরাট কোহলির টিম। অন্য দিকে আবার পর পর তিনটে ম্যাচ জিতে পাকিস্তান সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছে। বাবর আজমের টিমের কাছেই নিউজিল্যান্ড হেরে বসায় ভারতের শেষ চারে পা দেওয়ার অঙ্কটা কিছুটা হলেও কঠিন। রবিবার কেন উইলিয়ামসনের টিমকে হারাতেই হবে। না হলে বিশ্বকাপের বাকি ম্যাচে অনেক অঙ্ক মেলাতে মেলাতে এগোতে ভারতকে। আর তাই এই ম্যাচ মরণ-বাঁচন লড়াই বিরাটদের কাছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিশেষজ্ঞমহল ভারতীয় টিমে কয়েকটা বদলের দাবি তুলছে। ঈশান কিষাণকে খেলিয়ে রোহিত শর্মাকে বসানোর কথা বলা হচ্ছে। কিংবা সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে রোহিত ও লোকেশ রাহুলকে দিয়ে ওপেন করিয়ে তিনে ঈশানকে পাঠানোর যুক্তি দিচ্ছেন কেউ কেউ। সে ক্ষেত্রে বিরাট আসুন চারে। হার্দিকের বদলে খেলানো হোক শার্দূলকে। ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হোক প্রথম একাদশে।
এত কথার মধ্যেও যা জানা যাচ্ছে, তাতে ভারতীয় টিমে বদলের সম্ভাবনা খুব কম। শার্দূল প্রসঙ্গে বলা হচ্ছে, সাত নম্বরে তাঁকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত বুমেরাং হয়ে যেতে পারে। আবার বোলার শার্দূলকে যদি হয়, তিনি বিপক্ষের উইকেট নেন ঠিকই, কিন্তু ৯ রানের কম-বেশি রান দেন ওভার প্রতি। হার্দিক যদি বোলিং করতে পারেন, তা হলে সে জটিলতা কেটে যাবে। নেটে বোলিং শুরু করেছেন হার্দিক। কিন্তু ম্যাচে বোলিং করার মতো জায়গায় আছেন কি তিনি? তবে অনেকেই হার্দিক ও শার্দূলকে এক সঙ্গে খেলানোর পক্ষপাতী। সে ক্ষেত্রে ভুবিকে বসানো হতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ট্র্যাক রেকর্ড দেখা হয়, তা হলে কিন্তু ২০০৩ সালের পর আইসিসি টুর্নামেন্টে তাদের হারাতে পারেনি ভারত। সে দিকে তাকালে কিন্তু এই ম্যাচ বেশ চাপেরই হতে চলেছে। যদিও নিউজিল্যান্ড টিমও আমিরশাহির উইকেটের সঙ্গে খুব বেশি মানিয়ে নেওয়ার সুযোগ এখনও পায়নি। পাকিস্তান ম্যাচেই তা দেখা গিয়েছে। কিন্তু কিউয়ি টিমে একঝাঁক ম্যাচ উইনার রয়েছে। যাঁরা নিজেদের দিনে যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারেন।
আরও পড়ুন: South Africa vs Sri Lanka Live Score, T20 World Cup 2021: টসে হেরে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমেছে
