দুবাই: আইসিসি (ICC) নতুন বছর থেকে চালু করেছে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার (players of the month award)। আর তার জন্য মনোনীত হলেন দুই ভারতীয় ঋষভ পন্থ (Rishabh Pant), রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin )। রয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ও টি নটরাজন।
আরও পড়ুন: চেন্নাইতে পৌঁছলেন জো রুটরা
মাসের সেরা ছেলে ও মেয়ে ক্রিকেটার বাছাইয়ের জন্য অনলাইনে ভোট দিতে হবে ভক্তদের। তার ভিত্তিতেই বাছা হবে মাসের সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিম দারুণ পারফর্ম করেছে। ২-১ সিরিজ জয়ের পিছনে বিরাট অবদান রয়েছে পন্থ-অশ্বিনদের। ভারতের চারজন ছাড়া মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আফগানিস্তানের হরমতুল্লাহ গুরবাজ, দক্ষিণ আফ্রিকার মারিজেন কাপ, নাদিন ডি ক্লার্ক, পাকিস্তানের নিদা দার।
আরও পড়ুন: কোয়ারান্টিনে খুশি নাদাল, সেরেনা
আইসিসি ক্রিকেট জেনারেল ম্যানেজার বলেছেন, ‘আইসিসির এটা একটা দারুণ উদ্যোগ। ভক্তরা তাদের সেরা ক্রিকেটার ভোটের মাধ্যমে বেছে নিতে পারবে। এতে ক্রিকেটের প্রতি সম্পর্ক আরও গভীর হবে সমর্থকদের।’
আরও পড়ুন: সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিল ভারত, মানল অস্ট্রেলিয়া