
কলকাতা: ইংল্য়ান্ড সফরের আগে একের পর এক ধাক্কা ভারতীয় ক্রিকেটে। এক সপ্তাহের মধ্যে ভারতের টেস্ট দল থেকে অবসর ঘোষণা দুই অভিজ্ঞ দুই খেলোয়াড়ের। তাঁরা অবসর নেওয়ায় শুধু ভক্তদের মনে প্রভাব পড়েছে তাই নয়, ইংল্য়ান্ড সফরের দল নিয়েও প্রবল সমস্য়া তৈরি হবে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট মহল। ইংল্য়ান্ড সফর নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে। এই পরিস্থিতিতে টেস্ট টিমের অধিনায়কত্ব কার পাওয়া উচিত? কার শক্ত কাঁধে দেওয়া যেতে পারে দায়িত্ব? কাকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন?
ইউটিউবে ‘আশ কি বাত’এর শেষপর্বে এই নিয়ে মুখ খুলেছিলেন অশ্বিন। সেই পর্বে তিনি বলেছেন, ‘কেকেআর-সিএসকের ম্য়াচ চলাকলীন রোহিত অবসর ঘোষণা করেন। গতকালই আবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে বিরাট। সেই খবরটাও দু’দিন ধরে কানে আসছে। বিসিসিআই এ নিয়ে ওর সঙ্গে কথা বলেছে। ওটা ওদের ব্য়ক্তিগত আলাপচারিতা। ওটা আমি এখানে বলতে চাই না। আমি ভাবতেই পারিনি, রোহিত, বিরাট দু’জনই হঠাৎ করে অবসর নিয়ে নেবে। এই কারণেই এটা ভারতীয় ক্রিকেট দলের জন্য অত্যন্ত কঠিন সময় হতে চলেছে।’
অশ্বিন মনে করছেন, কোচ গৌতম গম্ভীরের অধীনে একটা নতুন যুগের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন গোতি। শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ হার, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতের। এই অবস্থায় ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব দেবেন কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
জসপ্রীত বুমরাকেই টেস্ট টিমের ক্য়াপ্টেন হিসেবে অন্যতম যোগ্য বলে মনে করছেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইউটিউব চ্য়ানেলেই এই নিয়ে তিনি বলেছেন, ‘আমি বলব, এটা গম্ভীরের যুগের সূচনা। গম্ভীর যে দলটিকে পাঁচটি টেস্টের জন্য ইংল্যান্ডে নিয়ে যাবেন, তা হবে সম্পূর্ণ একটি নতুন দল। যে দলে বুমরা সম্ভবত সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হবে। বুমরা অবশ্যই ক্যাপ্টেন্সির জন্য অন্যতম সেরা বিকল্প। আমার বিশ্বাস বুমরা ক্য়াপ্টেনসির যোগ্য। তবে ভারতীয় নির্বাচকরা তার শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন।’