IPL 2025 playoffs Scenario: স্লট মাত্র এক, দৌড়ে তিন দল! প্লে-অফের অঙ্ক জেনে নিন…

Race to IPL 2025 playoffs: একই সঙ্গে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্লে-অফে। ফল বাকি রয়েছে একটি মাত্র জায়গা। লড়াইয়ে তিনটি দল-মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস।

IPL 2025 playoffs Scenario: স্লট মাত্র এক, দৌড়ে তিন দল! প্লে-অফের অঙ্ক জেনে নিন...
Image Credit source: BCCI

May 19, 2025 | 4:41 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর একে একে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্সও। তবে রবিবার অবধি সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত ছিল না কোনও দলেরই। গুজরাট টাইটান্স বিশাল ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্লে-অফে। ফল বাকি রয়েছে একটি মাত্র জায়গা। লড়াইয়ে তিনটি দল-মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস।

কোন দল কী পরিস্থিতিতে দাঁড়িয়ে?

মুম্বই ইন্ডিয়ান্স- ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের ঝুলিতে। নেট রান রেট ১.১৫৬। বাকি রয়েছে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস ও জয়পুরে পঞ্জাব কিংস ম্যাচ। আপাতত যা পরিস্থিতি, তাতে একটা জয়েই প্লে-অফ নিশ্চিত হয়ে যেতে পারে মুম্বইয়ের। আর সেটা যদি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হয়, তা হলে কার্যত নিশ্চিত। মুম্বই সর্বাধিক ১৮ পয়েন্টে পৌঁছতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস সর্বাধিক ১৫ পয়েন্টে। লখনউও সর্বাধিক ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তবে তাদের নেট রান রেট মাইনাসে। লখনউ যদি বাকি তিন ম্যাচ সব মিলিয়ে ৩০০ রানের ব্যবধানে জেতে তবেই মুম্বইয়ের নেট রান রেটকে ছাপিয়ে যেতে পারবে। আর সেটা না হলে মুম্বই একটা জিতলেই যথেষ্ট। কিন্তু দু-ম্যাচ হারলে তখন আর প্লে-অফ নিজেদের হাতে থাকবে না।

দিল্লি ক্যাপিটালস- ১২ ম্যাচ খেলে তাদের ১৩ পয়েন্ট। নেট রান রেট ০.২৬০। গুজরাট ম্যাচ ধরে গত ছয় ম্যাচের মধ্যে দিল্লির চতুর্থ হার। তাদের লড়াই খুবই কঠিন। প্রথমত মুম্বইকে হারাতে হবে। এরপর পঞ্জাব কিংসকেও। সেক্ষেত্রে তারা সর্বাধিক ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে। দিল্লি যদি মুম্বইকে হারায় এবং পঞ্জাবের কাছে হারে, সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে মুম্বই যেন পঞ্জাবের কাছে হারে। ১৫ পয়েন্টেও সম্ভাবনা থাকবে প্লে-অফের।

লখনউ সুপার জায়ান্টস-যেহেতু তাদের নেট রান রেট খুবই শোচনীয়, শুধু তিন ম্যাচ জিতলেই হবে না, নেট রান রেটও বাড়াতে হবে। যা খুবই কঠিন পরিস্থিতি। আর আজ লখনউ যদি হারে, তা হলে লড়াইয়ে কার্যত থাকবে দিল্লি এবং মুম্বই।