AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Chahar: ‘তেরে নাম’ লুকে ‘শ্রীবল্লি’র তালে পা মেলালেন রাহুল চাহার

Pushpa: শ্রীবল্লি গানের তালে পা মেলালেন, ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার (Rahul Chahar)। তবে সেখানে রয়েছে টুইস্ট। এক অন্য লুকে শ্রীবল্লি গানের তালে নাচতে দেখা গিয়েছে রাহুলকে।

Rahul Chahar: 'তেরে নাম' লুকে 'শ্রীবল্লি'র তালে পা মেলালেন রাহুল চাহার
Rahul Chahar: 'তেরে নাম' লুকে 'শ্রীবল্লি'র তালে পা মেলালেন রাহুল চাহার
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 4:38 PM
Share

নয়াদিল্লি: দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা ‘পুষ্পা’ (Pushpa) নিয়ে মাতামাতি শেষই হচ্ছে না। পুষ্পা সিনেমার সংলাপ হোক বা সিনেমায় আল্লু অর্জুনের সিগনেচার স্টাইল, কিংবা শ্রীবল্লি গানে আল্লুর পা থেকে জুতো খুলে যাওয়া, ওই সাদা মাটা স্টেপটা হয়ে উঠেছে ট্রেন্ড। আমজনতার পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারদেরও দেখা গিয়েছে, পুষ্পা-র ডায়লগ বা শ্রীবল্লি গানের তালে পা মেলাতে। লম্বা তালিকায় এ বার জুড়ল দীপক চাহারের ভাইয়ের নামও। এ বার সেই শ্রীবল্লি গানের তালে পা মেলালেন, ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার (Rahul Chahar)। তবে সেখানে রয়েছে টুইস্ট। এক অন্য লুকে শ্রীবল্লি গানের তালে নাচতে দেখা গিয়েছে রাহুলকে। নেটিজ়েনরা তো বলছেন এ যেন সলমন খানের ‘তেরে নাম’ লুকে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার শ্রীবল্লির তালে নাচছেন রাহুল।

লম্বা চুল। মাঝখানে আঁকাবাঁকা সিথি। পরনে সাদা সোয়েটশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, কালো সানগ্লাস ও কালো ফ্লিপার্স। একখানা চমকপ্রদ লুকে ভিডিওতে ধরা দিয়েছেন রাহুল। ব্যাকগ্রাউন্ডে চলছে জাভেদ আলির গাওয়া শ্রীবল্লি গানের হিন্দি ভার্সন। এবং নাচ করছেন রাহুল চাহার। বেশ কিছুদিন আগে নিজের ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করেছিলেন রাহুল। ক্যাপশনে লিখেছিলেন, ‘জাস্ট বিয়িং এ ফ্যানবয়’।

View this post on Instagram

A post shared by Rahul Chahar (@rdchahar1)

তবে সদ্য পঞ্জাব কিংসের টুইটারে সেই ভিডিও আবার পোস্ট করা হয়েছে। ফের নেটিজ়েনরা তাতে কমেন্ট করা শুরু করেছেন, এটা কী হল, এ তো তেরে নাম টু, এটা পুরো পুষ্পার জায়গায় সলমনের তেরে নাম লুক ইত্যাদি।

আইপিএলের (IPL) গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন রাহুল। তবে এ বার তাঁকে রিটেইন করেনি রোহিত শর্মার দল। তাই এ বারের মেগা নিলামের আসর থেকে পঞ্জাব কিংস ৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে রাহুলকে। ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন রাহুল। এখনও পর্যন্ত ৪২টি ম্যাচে ৪৩টি উইকেট পেয়েছেন তিনি।

আরও পড়ুন: Virat Kohli: মাঠে এ বার ‘পুষ্পা’র শ্রীবল্লির স্টেপ করলেন বিরাট, দেখুন ভিডিও

আরও পড়ুন: Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের ‘পুষ্পা’-তে মজলেন যুজবেন্দ্র চাহাল

আরও পড়ুন: Ravichandran Ashwin: ব্যাট হাতে ‘পুষ্পা’র শ্রীবল্লি নাচে মজলেন অশ্বিন