AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের ‘পুষ্পা’-তে মজলেন যুজবেন্দ্র চাহাল

বর্তমানে আমেদাবাদে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ নিয়ে ব্যস্ত চাহাল। তারই ফাঁকে ইন্সটাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি পুষ্পা সিনেমার সংলাপ "ঝুকেগা নেহি" বলছেন।

Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের 'পুষ্পা'-তে মজলেন যুজবেন্দ্র চাহাল
Yuzvendra Chahal: এ বার আল্লু অর্জুনের 'পুষ্পা'-তে মজলেন যুজবেন্দ্র চাহাল
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 4:57 PM
Share

আমেদাবাদ: ‘পুষ্পা’ (Pushpa) নিয়ে উত্তেজনা এখনও তুঙ্গে। বাইশ গজ থেকে গল্লি ক্রিকেট…অশ্বিন থেকে সাকিব… ওয়ার্নার থেকে ব্র্যাভো সবাই মেতে পুষ্পা ম্যাজিকে। এ বার আল্লু অর্জুনের (Allu Arjun)  পুষ্পায় মজলেন ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ক্রিকেটার থেকে আমজনতা… একটু সাফল্য মিললেই থুতনিতে হাত বুলিয়ে করে ফেলছেন পুষ্পা স্টাইলে ‘মেক্সিকান ওয়েভ’। রবীন্দ্র জাডেজা, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন কেউ বাদ নেই এই পুষ্পা স্টাইলে ইন্সটা ভিডিও পোস্ট করা থেকে।

বর্তমানে আমেদাবাদে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ নিয়ে ব্যস্ত চাহাল। তারই ফাঁকে ইন্সটাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি পুষ্পা সিনেমার সংলাপ “ঝুকেগা নেহি” বলছেন। তবে যুজি শুধু সাধারণভাবে সংলাপ বলেননি। এক্কেবারে অন্য মেজাজে তাঁকে বলতে দেখা গেল আল্লু অর্জুনের জনপ্রিয় সংলাপ।

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে চাহালের এই ভিডিও। চাহালের ভিডিওতে কমেন্ট করেছেন পুষ্পা জ্বরে কাবু অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে পুষ্পা সিনেমার একাধিক ক্লিপ, যেখানে আল্লু অর্জুনের জায়গায় কখনও রয়েছেন ওয়ার্নার। কখনও আবার শ্রীবল্লির তালে নাচতে দেখা গিয়েছে ওয়ার্নারকে। চাহালের ‘ঝুকেগা নেহি’ সংলাপ বলা ভিডিওতে কমেন্টে ওয়ার্নার লেখেন “কপি ক্যাট”। পাশাপাশি মজার ছলে বলিউড টেলিভিশন অভিনেতা অ্যালি গনি লেখেন, “তা হলে বল কে তুলবে?”

Comment on chahal's video

চাহালের পোস্টে ডেভিড ওয়ার্নার ও অ্যালি গনির কমেন্ট

আরও পড়ুন: India vs West Indies Live Score, 3rd ODI 2022: ৬ উইকেট হারিয়ে দু’শোর গণ্ডি পেরিয়ে গেল টিম ইন্ডিয়া

আরও পড়ুন: India vs West Indies: সেঞ্চুরি তো দূর.. শূন্যে আউট কোহলি, উঠছে প্রশ্ন কবে ফর্মে ফিরবেন বিরাট?

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা