India vs West Indies Highlights, 3rd ODI 2022: একদিনের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত

| Edited By: | Updated on: Feb 11, 2022 | 8:55 PM

India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তৃতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies Highlights, 3rd ODI 2022: একদিনের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত
আমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

আমেদাবাদ: আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত (India)। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২৬৬ রান। টসে জিতে শুরুতে ব্যাটিং করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করেছে। একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পুরানদের তুলতে হত ২৬৬ রান। রোহিত, বিরাট, শিখররা আজ ব্যর্থ হলেও ব্যাট হাতে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে সঙ্গ দিলেন ঋষভ পন্থ (৫৬), ওয়াশিংটন সুন্দররা (৩৩)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৮ রান এসেছে দীপক চাহারের থেকেও। ক্যারিবিয়ানদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। বিনিময়ে দিয়েছেন ৩৪ রান। ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ। ১টি করে উইকেট পেয়েছেন ওডেন স্মিথ ও ফ্যাবিয়ান অ্যালেন।

নিয়মরক্ষার ম্যাচেও ক্যারিবিয়ানরা জেতা হল না। ৩৭.১ ওভারে, ১৬৯ রানে অলআউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতল ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও দীপক চাহার। কোনও উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Feb 2022 08:44 PM (IST)

    ৯৬ রানে ম্যাচ জিতল ভারত

    নিয়মরক্ষার ম্যাচেও ক্যারিবিয়ানরা জেতা হল না। ৩৭.১ ওভারে, ১৬৯ রানে অলআউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতল ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও দীপক চাহার। কোনও উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।

  • 11 Feb 2022 08:40 PM (IST)

    ওয়ালশ আউট

    ১৩ রানের মাথায় আউট হলেন ওয়ালশ। ভারতকে ন’নম্বর উইকেট এনে দিলেন মহম্মদ সিরাজ।

  • 11 Feb 2022 07:54 PM (IST)

    ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৫/৮

    খেলা বাকি ২৫ ওভারের। ক্রিজে হেডেন ওয়ালশ ও আলজারি জোসেফ।

  • 11 Feb 2022 07:48 PM (IST)

    স্মিথ আউট

    আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা ওডেন স্মিথকে ফেরালেন মহম্মদ সিরাজ। ৩৬ রান করে সাজঘরে ফিরলেন স্মিথ। আট নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

  • 11 Feb 2022 07:26 PM (IST)

    পুরান আউট

    ৩৪ রান করে সাজঘরে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। সাত নম্বর উইকেট হারাল ক্যারিবিয়ানরা।

  • 11 Feb 2022 07:19 PM (IST)

    ফ্যাবিয়ান অ্যালেন আউট

    ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরালেন কুলদীপ যাদব। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন অ্যালেন।

  • 11 Feb 2022 07:14 PM (IST)

    হোল্ডারকে ফেরালেন প্রসিধ

    পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৬ রান করে সাজঘরে ফিরলেন জেসন হোল্ডার।

  • 11 Feb 2022 07:00 PM (IST)

    ব্র্যাভো আউট

    প্রসিধ কৃষ্ণ ফেরালেন ড্যারেন ব্র্যাভোকে। চতুর্থ উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ১৯ রান করে সাজঘরে ফিরলেন ব্র্যাভো

  • 11 Feb 2022 06:45 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৭/৩

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ড্যারেন ব্র্যাভো রয়েছেন ১৬ রানে। নিকোলাস পুরান রয়েছেন ১২ রানে।
  • 11 Feb 2022 06:20 PM (IST)

    ব্রুকস আউট

    শূন্যে আউট হলেন শামরা ব্রুকস। ব্র্যান্ডং কিংয়ের পর ব্রুকসকে একই ওভারে ফেরালেন দীপক চাহার।

  • 11 Feb 2022 06:18 PM (IST)

    কিং আউট

    আর এক ওপেনারকে ফেরালেন দীপক চাহার। ১৪ রান করে সাজঘরে ফিরলেন ব্র্যান্ডন কিং। দ্বিতীয় উইকেট হারাল ক্যারিবিয়ানরা।

  • 11 Feb 2022 06:12 PM (IST)

    হোপ আউট

    মহম্মদ সিরাজ ভারতকে এনে দিলেন প্রথম সাফল্য। শাই হোপের উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৫ রান করে সাজঘরে ফিরলেন হোপ।

  • 11 Feb 2022 05:52 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শাই হোপ ও ব্র্যান্ডম কিং।

  • 11 Feb 2022 05:22 PM (IST)

    ২৬৫ রানে থামল টিম ইন্ডিয়া

    নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২৬৬ রান। টসে জিতে শুরুতে ব্যাটিং করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করেছে। একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পুরানদের তুলতে হবে ২৬৬ রান। রোহিত, বিরাট, শিখররা আজ ব্যর্থ হলেও ব্যাট হাতে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে সঙ্গ দিলেন ঋষভ পন্থ (৫৬), ওয়াশিংটন সুন্দররা (৩৩)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৮ রান এসেছে দীপক চাহারের থেকেও। ক্যারিবিয়ানদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। বিনিময়ে দিয়েছেন ৩৪ রান। ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ। ১টি করে উইকেট পেয়েছেন ওডেন স্মিথ ও ফ্যাবিয়ান অ্যালেন।

  • 11 Feb 2022 05:20 PM (IST)

    সুন্দর আউট

    শেষবেলায় ভালো খেলছিলেন ওয়াশিংটন সুন্দর। ৩৩ রান করে জেসন হোল্ডারের শিকার হয়ে মাঠ ছাড়লেন তিনি।

  • 11 Feb 2022 05:11 PM (IST)

    কুলদীপ আউট

    ৫ রান করে সাজঘরে ফিরলেন কুলদীপ যাদব। আট নম্বর উইকেট হারাল ভারত। জেসন হোল্ডার ফেরালেন কুলদীপকে।

  • 11 Feb 2022 04:59 PM (IST)

    দীপক আউট

    জেসন হোল্ডার ফেরালেন দীপক চাহারকে। ৩৮ রান করে সাজঘরে ফিরলেন দীপক। সাত নম্বর উইকেট হারাল ভারত

  • 11 Feb 2022 04:56 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ২৩৬/৬

    ক্রিজে দীপক চাহার ও ওয়াশিংটন সুন্দর। খেলা বাকি ১৫ ওভারের।

    চাহার ৩৫*, সুন্দর ১৮*

  • 11 Feb 2022 04:35 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১৯৩/৬

    খেলা বাকি ১০ ওভারের। ৬ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১৯৩ রান।

  • 11 Feb 2022 03:54 PM (IST)

    পন্থ আউট

    পন্থকে ফেরালেন ওয়ালশ। ৫৬ রান করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত।

  • 11 Feb 2022 03:51 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৫২/৩

    পন্থ-আইয়ার জুটিতে এগিয়ে চলেছে ভারত। খেলা বাকি ২০ ওভারের। প্রথম ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে টিম ইন্ডিয়া।

  • 11 Feb 2022 03:47 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    আমেদাবাদে সিরিজের শেষ ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ। এটি পন্থের ওডিআই কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি।

  • 11 Feb 2022 03:38 PM (IST)

    শ্রেয়সের হাফসেঞ্চুরি

    আমেদাবাদে সিরিজের শেষ ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার।

  • 11 Feb 2022 03:29 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১১৯/৩

    হাফসেঞ্চুরির কাছাকাছি রয়েছেন শ্রেয়স আইয়ার (৪২*) ও ঋষভ পন্থ (৪৩*)। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১১৯ রান।

  • 11 Feb 2022 03:23 PM (IST)

    ভারতের ১০০ রান

    ২৩.১ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

    শ্রেয়স ব্যাট করছেন ৩৯ রানে। পন্থ রয়েছেন ৩০ রানে।

  • 11 Feb 2022 03:14 PM (IST)

    ২০ ওভারে ভারত ৮৮/৩

    ৩ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ-শ্রেয়স। ঋষভ ব্যাট করছেন ৩০ বলে ২৬ রানে। শ্রেয়স রয়েছেন ৪৮ বলে ২৮ রানে।
  • 11 Feb 2022 02:51 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৬১/৩

    ক্রিজে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৬১ রান

  • 11 Feb 2022 02:24 PM (IST)

    ১০ ওভারে ভারত ৪২/৩

    প্রথম ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারানোর পর, ৯.৩ ওভারে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

  • 11 Feb 2022 02:19 PM (IST)

    ধাওয়ান আউট

    ওডেন স্মিথ ফেরালেন শিখর ধাওয়ানকে। তৃতীয় উইকেট হারাল ভারত। ১০ রান করে মাঠ ছাড়লেন ধাওয়ান

  • 11 Feb 2022 01:57 PM (IST)

    ৫ ওভারে ভারত ১৮/২

    প্রথম ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার।

  • 11 Feb 2022 01:52 PM (IST)

    বিরাট আউট

    একই ওভারে জোড়া উইকেট হারাল ভারত। রোহিতের পর বিরাট কোহলিকে ফেরালেন আলজারি জোসেফ। শূন্যে আউট হলেন কোহলি।

  • 11 Feb 2022 01:48 PM (IST)

    রোহিত আউট

    টিম ইন্ডিয়াকে প্রথম ধাক্কা দিলেন আলজারি জোসেফ। ৩.৩ ওভারে ক্যাপ্টেন রোহিতের উইকেট হারাল ভারত। ১৩ রান করে সাজঘরে ফিরলেন হিটম্যান।

  • 11 Feb 2022 01:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

  • 11 Feb 2022 01:07 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    দেখুন ক্যারিবিয়ানদের প্রথম একাদশ

  • 11 Feb 2022 01:06 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতীয় দলে চার পরিবর্তন।

    দেখুন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।

  • 11 Feb 2022 01:04 PM (IST)

    টস আপডেট

    সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 11 Feb 2022 01:00 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    আজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। শেষ মুহূর্তে দলের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন কোচ দ্রাবিড়।

  • 11 Feb 2022 12:58 PM (IST)

    তৃতীয় ওয়ান ডে শুরুর আগে কী বলছেন শিখর?

    ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হন শিখর ধাওয়ান। ফলে প্রথম ওয়ান ডে-তে খেলার সুযোগ পাননি। দ্বিতীয় ওয়ান ডে-তে দলে ফিরলেও তাঁকে খেলানো হয়নি। তৃতীয় ওয়ান ডে-র আগে কী বলছেন ধাওয়ান?

    দেখুন ভিডিও…

  • 11 Feb 2022 12:55 PM (IST)

    আজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ

    আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

Published On - Feb 11,2022 12:55 PM

Follow Us: