AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: সেঞ্চুরি তো দূর.. শূন্যে আউট কোহলি, উঠছে প্রশ্ন কবে ফর্মে ফিরবেন বিরাট?

Virat Kohli: চলতি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজের দিকে তাকালে পরিষ্কার দেখা যাবে, বিরাটের হতশ্রী পারফরম্যান্স। আমেদাবাদে চলা তিন ম্যাচের সিরিজে কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচ মিলিয়েও বিরাটের ব্যাট থেতে নেই ৫০ রানও।

India vs West Indies: সেঞ্চুরি তো দূর.. শূন্যে আউট কোহলি, উঠছে প্রশ্ন কবে ফর্মে ফিরবেন বিরাট?
India vs West Indies: সেঞ্চুরি তো দূর.. শূন্যে আউট কোহলি, উঠছে প্রশ্ন কবে ফর্মে ফিরবেন বিরাট?
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 5:12 PM
Share

আমেদাবাদ: তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন্সির দায়ভার থেকে মুক্ত হওয়া বিরাট কোহলিকে (Virat Kohli), এ বার এক অন্য মেজাজে দেখতে পাওয়া যাবে বলে মনে করছিল ক্রিকেটমহল। কিন্তু অধিনায়কের পদ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর পর, রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে খেলছেন তিনি। চলতি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজের দিকে তাকালে পরিষ্কার দেখা যাবে, বিরাটের হতশ্রী পারফরম্যান্স। আমেদাবাদে চলা তিন ম্যাচের সিরিজে কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচ মিলিয়েও বিরাটের ব্যাট থেতে নেই ৫০ রানও। প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ১৮। তবে তৃতীয় ম্যাচে শূন্যে আউট হলেন তিনি। আর তারপরই আবারও একবার কোহলির ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। দীর্ঘদিন পর কারও অধীনে খেলছেন কোহলি। সেখানে কী তবে জড়তা রয়েছে? উঠছে এই নিয়েও প্রশ্ন। পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও না কোথাও কোহলির একটা সমস্যা তো হচ্ছেই। খোলামনে এখনও তিনি খেলতে পারছেন না।

২০১৯ সালের ১৪ অগস্ট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ বার সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে আর তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি একদিনের ম্যাচে ছিল দুটি হাফসেঞ্চুরি (৫১, ৬৫)। তবে সেখানেও দ্বিতীয় ম্যাচে শূন্যে আউট হয়েছিলেন কোহলি। আর আজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩.৫ ওভারে আলজারি জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন কোহলি।

এই নিয়ে একদিনের ক্রিকেটে ১৫ বার ডাক (শূন্যে আউট) হলেন কোহলি। ভারতের টপ অর্ডার (এক থেকে সাত) ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় (১৬), যুবরাজ সিং (১৮) এবং সচিন তেন্ডুলকরই (২০) বিরাটের থেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। শূন্য রানে আউট হওয়ার এই লজ্জাজনক তালিকায় আজ কোহলি সুরেশ রায়না এবং বীরেন্দ্র সেওয়াগকে টপকে গেলেন।  লজ্জার রেকর্ড গড়লেন ভিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলির ৯টি সেঞ্চুরি রয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজে সব মিলিয়ে মাত্র (২৬) রান করলেন কোহলি। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ১৩ রান করেছিলেন কোহলি। আর তারপর একদিনের সিরিজে এটাই তাঁর কেরিয়ারের সব থেকে কম রান। এই একদিনের সিরিজে দুটো রেকর্ড গড়েছেন কোহলি (১. দেশের মাঠে একদিনের ম্যাচে ৫০০০ রান, ২. দেশের মাঠে ১০০তম ওয়ান ডে ম্যাচ খেলা)। কিন্তু কোনওটাই স্মরণীয় করে রাখতে পারলেন না কোহলি। এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইডেনে হতে চলা, তিন ম্যাচের টি-২০ সিরিজে কেমন পারফর্ম করেন কোহলি সেদিকে নজর থাকবে ক্রিকেটমহলের।

আরও পড়ুন:  India vs West Indies Live Score, 3rd ODI 2022: স্মিথ ফেরালেন ধাওয়ানকে, তৃতীয় উইকেট হারাল ভারত

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা