জয়পুর: ১৭ তারিখ থেকে শুরু ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ। তার ৫ দিন আগেই জয়পুরে (Jaipur) পৌঁছে গেলেন ভারতীয় দলের নতুন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সাপোর্ট স্টাফ ছাড়াই জয়পুরে ভারতীয় দলের টিম হোটেলে পৌঁছে গেলেন দ্রাবিড়। কাল এবং পরশু দলের সমস্ত ক্রিকেটাররা একে একে টিম হোটেলে যোগ দেবেন।
কোচ হিসেবে দ্রাবিড় নিযুক্ত হলেও সাপোর্ট স্টাফদের নাম এখনও সরকারি ভাবে জানায়নি বোর্ড। বোলিং কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন পরশ মাম্বরে (Paras Mhambrey)। ফিল্ডিং কোচ হতে পারেন টি দিলীপ (T Dilip)। ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরকেই (Vikram Rathour) রেখে দিতে পারে পরামর্শদাতা কমিটি। আশা করা হচ্ছে, কাল অথবা পরশুই দ্রাবিড়ের সঙ্গে জয়পুরে টিম হোটেলে যোগ দেবেন টিম ইন্ডিয়ার স্টাপোর্ট স্টাফরা। জয়পুরে ৩ দিনের কোয়ারান্টিনে থাকবে ভারতীয় দল। ইতিমধ্যেই যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, ভেঙ্কটেশ আইয়ার ও মহম্মদ সিরাজ জয়পুরে পৌঁছে গিয়েছেন। বাকি ক্রিকেটাররাও কাল এবং পরশু টিমের সঙ্গে যোগ দেবেন। ৩ দিনের কোয়ারান্টিন শেষ করে ১৫ এবং ১৬ অনুশীলন করবে ভারতীয় দল।
১৭ তারিখ সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর ১৯ তারিখ রাঁচি ও ২১ তারিখ কলকাতায় বাকি দুটো টি-টোয়েন্টি খেলবে ভারত ও নিউজিল্যান্ড। তার পরই কানপুর ও মুম্বইয়ে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে দুই দেশ।