Fakhar Zaman: ফকরের শট, প্রাণে বাঁচলেন আম্পায়ার
বিশ্বকাপের মূল দলে প্রথমে রাখা হয়নি ফকর জামানকে (Fakhar Zaman)। অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ইচ্ছেকে গুরুত্ব দিয়ে এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর ফর্ম বিচার করে ফকরকে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দলে ফিরিয়ে আনা হয়।
দুবাই: ঘটনা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) সেমিফাইনালের ম্যাচে। বেশ ছন্দে ব্যাটিং করছিলেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান ফকর জামান (Fakhar Zaman)। বোলার মিচের স্টার্কের একটা বলে ব্যাট চালালেন। বল সোজা উল্টো দিকের উইকেটের দিকে। আম্পায়ার ক্রিস গ্যাফানি (Chris Gaffaney) পলকে মাটিতে শুয়ে পরলেন। এক ঝটকায় মনে হতেই পারে বল এসে লেগেছে। কিন্তু না সেই দুর্ঘটনা ঘটেনি। কোনও রকমে নিজেকে সরিয়ে কার্যত প্রাণে বাঁচলেন আম্পায়ার। ক্রিকেটে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। যেমনটা দেখা গেল বৃহস্পতিবার। সবাই খুশি একটা জায়গাতেই। কারও কোনও ক্ষতি হয়নি। আম্পায়ায় গ্যাফানির মুখেও আলাদা কোনও অভিব্যাক্তি দেখা যায়নি। সঙ্গে উঠে বাউন্ডারির সিগনাল দিলেন তিনি। ফকর জামানের ব্যাটে ভর করে পাকিস্তানও পৌঁছে যায় ১৭৬ রানে। ৩২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন ফকর। মারেন তিনটি চার, চারটি ছয়। মহম্মদ রিজওয়ান যে শুরুটা করেছিলেন তাতেই ফিনিশিং টাচটা দিয়েছিলেন ফকর।
Fakhar Zaman definitely wanted the Umpire’s head on a silver platter! ?? #T20WorldCup pic.twitter.com/n2D3VMu6HQ
— Kuda Jr (@kudaville) November 11, 2021
বিশ্বকাপের মূল দলে প্রথমে রাখা হয়নি ফকর জামানকে। অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ইচ্ছেকে গুরুত্ব দিয়ে এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর ফর্ম বিচার করে ফকরকে টি-২০ বিশ্বকাপে দলে ফিরিয়ে আনা হয়। শুরুর দিকে অধিনায়াকের ভরসার যদিও খুব বেশি মান রাখতে পারেননি বাঁ-হাতি এই ব্যাটার। তবে সেমিফাইনালে তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান এই ব্যাটার।
যদিও সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পাকা করতে পারেনি পাকিস্তান। গুরুত্বপূর্ণ সময়ে হাসান আলির ক্যাচ মিস ও তারপ ম্যাথিউ ওয়েডের তিন ছক্কায় ভর করে ফাইনালের টিকিট পাকা করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন : T20 World Cup 2021: ‘হাসান যোদ্ধা, ও ফিরে আসবে’, বাবর