T20 World Cup 2021: ‘হাসান যোদ্ধা, ও ফিরে আসবে’, বাবর
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল হচ্ছেন হাসান আলি। দুরন্ত ছন্দে থাকা পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নেওয়ার মূল কারণ হিসেবে হাসানকেই দায়ি করছেন পাক সমর্থকরা।
দুবাই: রবিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল। সেই ফাইনালে নেই পাকিস্তান (Pakistan)। তবে তাদের দলের পেসার হাসান আলি (Hasan Ali) রয়েছেন যাবতীয় চর্চার কেন্দ্রে। ক্রিকেটে এই কথাটা প্রচলিত যে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। টুর্নামেন্টের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে একটা ক্যাচই বদলে দিল পাকিস্তানের ভাগ্য। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের ক্যাচ ফস্কান হাসান আলি। আর তাতেই তাঁকে সকলে ভিলেন বানিয়ে দিয়েছেন। ম্যাচের শেষে বাবর আজমও (Babar Azam) বলেছিলেন হাসানের ক্যাচ মিসটাই ছিল টার্নিং পয়েন্ট। তবে তার জন্য পাক বোলারকে দোষারোপ করতে নারাজ বাবর। তবে শুধু বাবর নন, পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রমও (Wasim Akram) নেটিজ়েনদের বলেছেন হাসান আলিকে আক্রমণ না করতে।
ফাইনালে দল না পৌঁছনোর জন্য হাসান আলিকে দোষ দিতে চান না বাবর। তিনি বলেন, “ও আমার মূল বোলার এবং ও পাকিস্তানকে অনেক ম্যাচে জিতিয়েছে। প্লেয়াররা ক্যাচ মিস করে থাকে। ও যোদ্ধা, আমি ওকে ফিরিয়ে আনব। ওর ওপর আমার বিশ্বাস রয়েছে। প্রত্যেকে সব দিন পারফর্ম করতে পারে না। এমন দিন থাকে যেখানে একজনই পারফর্ম করে, এটা ওর দিন ছিল না। ও মুষড়ে রয়েছে, আমরা ওকে মেজাজে ফিরিয়ে আনব। লোকেরা তো কথা বলবেই, আমরা আমাদের খেলাটা খেলতে থাকি।”
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল হচ্ছেন হাসান আলি। দুরন্ত ছন্দে থাকা পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নেওয়ার মূল কারণ হিসেবে হাসানকেই দায়ি করছেন পাক সমর্থকরা। অজিদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে কোনও উইকেট ছাড়াই ৪৪ রান দেন হাসান আলি। তার পর ক্যাচ মিস। বিশ্বকাপ থেকে বিদায়। সব মিলিয়ে নেটিজ়েনদের রোষের মুখে হাসান। আগুনে আরও ঘি ঢালতে নিষেধ করছেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, “এই মুহূর্তে আমরা যেটা চাই না সেটা হল, বেচারা হাসান আলির পিছনে যেন গোটা দেশ না পড়ে থাকে। আমি এর মধ্যে দিয়ে এসেছি, ওয়াকার ইউনিসও এর মধ্যে দিয়ে গেছে। অন্যান্য দেশে, এটি মানুষের জন্য একটি খেলা। পরের দিন, আপনারা বলুন ভালো চেষ্টা করেছি, দুর্ভাগ্য, পরের বারের জন্য শুভকামনা, এবং এগিয়ে যাও।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি প্লেয়ারদের জন্য যতটা কঠিন ঠিক ততটাই সমর্থকদের জন্য। প্লেয়াররা তাদের ঘরে যাবে, তাঁরা শান্ত থাকবে, তাঁরা তাদের পরিবারের সাথে কথা বলবে না এবং হার তাঁদের তাড়া করতে থাকবে। একটি জাতি হিসাবে, আমরা সেই হারের জ্বালাতে আরও আগুন যোগ করতে চাই না।”
ওয়াসিম-বাবররা নেটিজ়েনদের হাসানকে টার্গেট না করতে বললেও তারা কী শোনবার পাত্র! সোশ্যাল মিডিয়ায় জারি রয়েছে হাসানকে আক্রমণ করা।