
কলকাতা: আইপিএলের (IPL) আগামী মরসুম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কে কেমন দল করবে, কাকে ছাড়বে, কাকে রাখবে, এ নিয়ে চর্চার শেষ নেই। তার মধ্যে হঠাৎই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের এক কিংবদন্তি ক্রিকেটার। যাঁকে গতবার কোচ করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এক বছর পরই তিনি ছেড়ে দিলেন দায়িত্ব। এই তিনি আর কেউ নন, রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। জাতীয় দলের কোচিং ছাড়ার পর তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালস কোচ করেছিল। চোটের কারণে হুইলচেয়ারে বসেই কোচিং করিয়েছিলেন। কিন্তু সেই রাহুল এক বছর পরই ছেড়ে দিলেন দায়িত্ব। কেন এমনটা ঘটল?
রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক অনেক পুরনো। ২০১১ সালে প্লেয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন সামনের দিকে। তরুণ প্রজন্ম খাড়া করেছিলেন, যাঁরা আগামী দিনে রাজস্থানকে সাফল্য দেবেন। অবসরের পর মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই তাঁরই কোচের পদ ছেড়ে দেওয়া রাজস্থানের কাছে বড় ধাক্কা। বিতর্কহীন, ঠান্ডা মাথার মানুষ। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের কাছে ভীষণ গ্রহণযোগ্য। রাজস্থান এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্রাবিড়কে এই সময় দরকার ছিল। শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালস তাঁকে আরও বড় পদ দিতে চেয়েছিল। কিন্তু দ্রাবিড় আগ্রহ দেখাননি।
রাজস্থান প্রেস বিবৃতিতে লিখেছে, ‘রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় চরিত্র হিসেবে থেকেছে। একের পর এক প্রজন্মকে নিজের নেতৃত্ব দিয়ে মোটিভেট করেছেন। দলের মধ্যে একটা ভারসাম্য ও পরিবেশ তৈরি করেছেন। একটা সংস্কৃতি তৈরি করেছেন। দল গঠনগত পরিমার্জনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কারণে তাঁকে আমরা আরও বড় পদ দিতে চেয়েছিলেন। কিন্তু উনি রাজি হননি। রাজস্থান রয়্যালস, প্লেয়াররা এবং টিমের লাখো লাখো সমর্থক ধন্যবাদ জানাচ্ছে রাহুল দ্রাবিড়কে, তাঁর অবদানের জন্য।’