Cooch Behar Trophy: বাবার মতো নিরেট দেওয়াল! ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দ্রাবিড়পুত্রের

'দ্য ওয়াল' এর ছেলে যখন ২২ গজে পা রেখেছে, তাঁর থেকে কী প্রত্যাশা করা যায়? বাবার মতোই দলের জন্য 'দেওয়াল' হয়ে উঠবেন তিনি। এক কথায় বলা যায়, সমিত দ্রাবিড় বাবা রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতোই নিরেট দেওয়াল হয়ে উঠছেন। বর্তমানে কোচ বিহার ট্রফিতে (Cooch Behar Trophy) ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত (Samit Dravid) খেলছেন।

Cooch Behar Trophy: বাবার মতো নিরেট দেওয়াল! ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দ্রাবিড়পুত্রের
বাবার মতো নিরেট দেওয়াল! ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দ্রাবিড়পুত্রের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 1:58 PM

নয়াদিল্লি: ‘দ্য ওয়াল’ এর ছেলে যখন ২২ গজে পা রেখেছে, তাঁর থেকে কী প্রত্যাশা করা যায়? বাবার মতোই দলের জন্য ‘দেওয়াল’ হয়ে উঠবেন তিনি। এক কথায় বলা যায়, সমিত দ্রাবিড় বাবা রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতোই নিরেট দেওয়াল হয়ে উঠছেন। বর্তমানে কোচ বিহার ট্রফিতে (Cooch Behar Trophy) ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত (Samit Dravid) খেলছেন। তিনি কর্নাটক দলের হয়ে খেলেন। বাবার দেখানো পথেই সমিত এগোচ্ছে। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফিতে এ বার ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিলেন দ্রাবিড়পুত্র।

কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে জম্মু কাশ্মীর তোলে ১৭০ রান। দ্রাবিড়পুত্র সমিত রান তাড়া করতে নামেন ৫ নম্বরে। কার্তিকেয় কেপির সঙ্গে জুটিতে চতুর্থ উইকেটে ২৩৩ রান যোগ করেন। এরপর ১০০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮০ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় কর্নাটক। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে সমিত এবং কার্তিকেয়র দুরন্ত ব্যাটিং দেখা গিয়েছে।

সমিতের ৯৮ রানের নজরকাড়া ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও ১টি ছয় দিয়ে। সোশ্যাল মিডিয়ায় সমিতের ব্যাটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সাবলীল ব্যাটিং করছেন দ্রাবিড়ের ছেলে। একের পর এক দৃষ্টিনন্দনকারী শট দেখা গিয়েছে সমিতের ব্যাটে। দলের প্রয়োজনে বাবার মতোই ‘দেওয়াল’ হয়ে দাঁড়ান সমিত।

কর্নাটকের আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করেনি। যার ফলে জম্মু-কাশ্মীর এক ইনিংসের ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের পর যখন দ্রাবিড় ছুটি পেয়েছিলেন, সেই সময় স্ত্রী বিজেতার সঙ্গে মহীশূরে ছেলে সমিতের খেলা দেখতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল।