IPL 2025, MI: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ

Mumbai Indians: বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটিই হল। কিন্তু এর মাঝেই এক অস্বস্তির খবর। রাজস্থানের এক তরুণী গুরুতর অভিযোগ এনেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক ক্রিকেটারের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ।

IPL 2025, MI: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ
Image Credit source: BCCI/CANVA

May 02, 2025 | 6:52 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মজে দেশ। আইপিএল মানেই ক্রিকেট এবং বিনোদনের মেলবন্ধন। সুপারস্টারদের দুর্দান্ত পারফরম্যান্স। নতুন তারকার উত্থান। বেশির ভাগই ম্যাচেই রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। ক্রিকেট প্রেমীদের কাছে এই সময়টা বিনোদনের সেরা মাধ্যম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। হাতে গোনা কিছু ম্যাচই একতরফা হয়। যেমন বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটিই হল। কিন্তু এর মাঝেই এক অস্বস্তির খবর। রাজস্থানের এক তরুণী গুরুতর অভিযোগ এনেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক ক্রিকেটারের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ।

অভিযুক্ত ক্রিকেটারের নাম শিবালিক শর্মা। ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। যদিও খেলার সুযোগই পাননি। আর তাতেই আইপিএলের নাম জড়িয়ে গিয়েছে। রাজস্থানের যোধপুরের এক তরুণী অভিযোগ দায়ের করেছেন এই ক্রিকেটারের বিরুদ্ধে। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বছর দুয়েক আগে তিনি বরোদা গিয়েছিলেন। সেখানেই শিবালিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। তিনি যোধপুরে ফিরলেও ফোনে নিয়মিত যোগাযোগ হত। সাত মাস পর পরিবারের উপস্থিতিতে তাঁদের এনগেজমেন্টও হয় বলে উল্লেখ পুলিশের।

কেস ফাইলে আরও দাবি, শিবালিক ২০২৪ সালে যোধপুরে সেই তরুণীর বাড়িতেও গিয়েছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেছেন। এরপর তরুণীর পরিবারকে বরোদায় শিবালিকের পরিবার আমন্ত্রণ জানায় বলে দাবি। সেখানে তরুণীর পরিবারকে শিবালিকের পরিবারের তরফে জানানো হয়, তাদের ছেলে অনেক মেয়ের থেকেই প্রেম প্রস্তাব পাচ্ছে। তাঁর পরিবারকে অপমান করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। তাঁর আরও দাবি, শিবালিককে অনেক বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তরুণীর।

পুলিশে অভিযোগ দায়েরের পরই তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়। যোধপুর পুলিশের তরফে এসিবি আনন্দ রাজপুরোহিত বলেন, ‘কিছুদিন আগেই তরুণী এক ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল। যেখানে বলা হয়েছিল, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শারীরীক সম্পর্ক হয়েছিল। তদন্ত চলছে। তরুণী আরও জানিয়েছে, তাদের এনগেজমেন্টে ২০ লক্ষ টাকা খরচ হয়েছিল।’