
নতুন মরসুমে নতুন ক্যাপ্টেন? রাজস্থান রয়্যালসে এই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুম শেষেই রাজস্থান রয়্যালসকে সঞ্জু স্যামসন অনুরোধ করেছিল তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই খবর। কিন্তু সেটা কবে, নিশ্চিত নয়। আগামী আইপিএলে সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে খেলতে পারেন, এমন সম্ভাবনা প্রবল। ক্যাপ্টেন কি তা হলে রাজস্থান রয়্যালসে প্রাক্তন হয়ে গিয়েছেন? এই জল্পনার মাঝেই নতুন ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানাল রাজস্থান রয়্যালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে চোটের কারণে শুরুর দিকে তিন ম্যাচে শুধুমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেছিলেন সঞ্জু স্যামসন। নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। লিগ পর্বেই বিদায় হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালসের। লিগের শেষ দিকেও চোটের কারণে খেলানো হয়নি সঞ্জুকে। যদিও এই নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। এমন অনেক দৃশ্যই সামনে এসেছিল, যা দেখে মনে হয়েছিল টিমে গুরুত্ব হারিয়েছেন সঞ্জু। যে কারণেই রাজস্থান রয়্য়ালস ছাড়ার পরিস্থিতিও তৈরি হয়েছে।
সঞ্জুর অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। যদিও সঞ্জু ছাড়লে তাঁকেই নেতৃত্ব দেওয়া হবে, এ যেন নিশ্চিত নয়। নতুন ক্যাপ্টেন হিসেবে উঠে আসছে ধ্রুব জুরেলেরও নাম। বৃহস্পতিবার দলীপ ট্রফির সেন্ট্রাল জোনের দল ঘোষণা হয়েছে। যেখানে ক্যাপ্টেন করা হয়েছে ধ্রুব জুরেলকে। রাজস্থান রয়্যালস সে কারণেই শুভেচ্ছা জানিয়েছে ধ্রুব জুরেলকে। কিন্তু এর মধ্যে অন্য সম্ভাবনাও কাজ করছে। ধ্রুবকে রাজস্থান রয়্যালসও কি ক্যাপ্টেন হিসেবে ভাবছে? এমনটা হলে অবাক হওয়ার নেই।
Ek hoga jo stumps ke peeche se game badal dega 🔥 pic.twitter.com/P5cK4hX5mf
— Rajasthan Royals (@rajasthanroyals) August 8, 2025