IPL 2026, RR: সঞ্জু সহ আধডজন প্লেয়ার টার্গেটে, ধোনির পরিবর্ত চাইছে সিএসকে!
IPL Rajasthan Royals: সাফল্য পেতে গেলে টিমে যে ব্যালান্স আনা প্রয়োজন রাজস্থান রয়্যালস ভালোভাবেই টের পেয়েছিল। আগামী মরসুমের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও। তাদের টার্গেটে রাজস্থান রয়্যালসের আধডজন ক্রিকেটার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে ট্রফির খোঁজ মেটেনি আর। গত আইপিএলের আগে রিটেনশন তালিকা অনেককেই অবাক করেছিল। জস বাটলারের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। গত মরসুমে তাদের প্রাপ্তি অবশ্য বৈভব সূর্যবংশীর মতো তরুণ প্লেয়ার। তবে সাফল্য পেতে গেলে টিমে যে ব্যালান্স আনা প্রয়োজন রাজস্থান রয়্যালস ভালোভাবেই টের পেয়েছিল। আগামী মরসুমের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও। তাদের টার্গেটে রাজস্থান রয়্যালসের আধডজন ক্রিকেটার!
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আধডজন প্লেয়ারকে ট্রেডিংয়ের অফার দেওয়া রাজস্থান রয়্যালসকে। এর মধ্যে রয়েছেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও। গত মরসুমে শুরুর দিকে চোটের জন্য কিপিং করতে পারছিলেন না সঞ্জু স্যামসন। যে কারণে নেতৃত্ব দেননি বেশ কয়েক ম্যাচে। স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল রিয়ান পরাগকে। বেশ কিছু ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। নজরও কেড়েছেন। টিমে যশস্বী জয়সওয়াল থাকলেও রিয়ানকে নেতৃত্ব দেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তাঁকেই কি পুরোপুরি দায়িত্ব দেওয়া হবে? এমন সম্ভাবনা প্রবল।
পিটিআইয়ের খবর অনুযায়ী, সঞ্জু স্যামসনকে নিতে চাইছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি আগামী মরসুমে খেলবেনই, নিশ্চয়তা নেই। আগামী মরসুমে প্রায় ৪৫-এর হবেন ধোনি। পরিবর্ত হিসেবে অভিজ্ঞ কিপার ব্যাটার সঞ্জুকে চাইছ সিএসকে, এমনটাই বলা হচ্ছে। সঞ্জু নিজেও টিম ছাড়তে চাইছেন বলেই খবর। গত মরসুমে সঞ্জুকে নিয়ে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিশেষ করে লিগ পর্বের মাঝপথ থেকে। আদৌ চোট ছিল নাকি খেলানো হচ্ছিল না, এই নিয়ে নানা আলোচনা হয়েছে। সঞ্জু দল ছাড়লেও রাজস্থান রয়্যালসে অবশ্য ধ্রুব জুরেলের মতো কিপার ব্যাটার থাকছেন। শুধু চেন্নাই নয়, সঞ্জুকে নিতে ঝুঁকে কলকাতা নাইট রাইডার্সও, এমনই দাবি সংবাদসংস্থার।
