AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR: সচিনের ছেলেবেলার কাউন্টি ক্লাব কিনতে চলেছে রাজস্থান রয়্যালস

ভারতে নানা ফ্র্যাঞ্চাইজির কর্তারা রীতিমতো সফল ব্যবসায়ী। তাঁরাই গত কয়েক বছর ধরে পা রেখেছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু হয়েছিল যে পথচলা। তাই এখন দুবাই, জিম্বাবোয়ে হয়ে ছড়িয়ে পড়েছেন মার্কিন মুলুকেও।

RR: সচিনের ছেলেবেলার কাউন্টি ক্লাব কিনতে চলেছে রাজস্থান রয়্যালস
সচিনের ছেলেবেলার কাউন্টি ক্লাব কিনতে চলেছে রাজস্থান রয়্যালসImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 5:27 PM
Share

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ক্লাবগুলোতে হামেশাই চলছে হাতবদল। বিশ্বের তাবড় ধনীরা কিনে রেখেছেন ইপিএলের নানা ক্লাব। ইংল্যান্ড ক্লাব ক্রিকেটেও কি সেই দিন আসছে? ক্রিকেটে বিপ্লব এনেছে আইপিএল (IPL)। ভারতে নানা ফ্র্যাঞ্চাইজির কর্তারা রীতিমতো সফল ব্যবসায়ী। তাঁরাই গত কয়েক বছর ধরে পা রেখেছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু হয়েছিল যে পথচলা। তাই এখন দুবাই, জিম্বাবোয়ে হয়ে ছড়িয়ে পড়েছেন মার্কিন মুলুকেও। এ বার আইপিএলের একটি ফ্যাঞ্চাইজি ইংল্যান্ডের কাউন্টি লিগে পা দিতে চলেছে। যদি পারে, নিশ্চিত ভাবেই অভিজাত ইংলিশ ক্রিকেটের ধারা বদলে যাবে। TV9Bangla Sports এ বিস্তারিত।

ইংল্যান্ডের কুলীন কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার কেনার জন্য বড় টাকার প্রস্তাব দিয়েছে রাজস্থান রয়্যালস। ১৬০ বছরেরও বেশি বয়স যে ক্লাবের। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারারা যে ক্লাবে খেলেছেন এক সময়, সেই ক্লাব কেনার জন্য ২৫ মিলিয়ন পাউন্ড বা ২৬০ কোটি টাকার দর দিয়েছে রাজস্থান। আইপিএলের টিমের প্রস্তাবে যদি সাড়া দেয় ইয়র্কশায়ার, তবে ১৬০ বছরের ক্লাবের নিয়ন্ত্রণ সদস্যদের হাত থেকে বেরিয়ে চলে যাবে এক ভারতীয় ক্লাবের পরিচালনায়।

কেন হঠাৎ বিক্রি হয়ে যাচ্ছে ইয়র্কশায়ার? দেনার বোঝা বেড়ে চলেছে দিনের পর দিন। প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড ধারের বোঝা এই মুহূর্তে রয়েছে ইয়র্কশায়ারের পরিবারিক ট্রাস্টের চেয়ারম্যান কলিন গ্র্যাভেসের কাঁধে। গত সপ্তাহে শোনা যাচ্ছিল, নিউ ক্যাসলের প্রাক্তন মালিক মাইক অ্যাশলেকে বিক্রি করে দেওয়া হচ্ছে ক্লাব। সেখান থেকে পরিস্থিতি ঘুরে গিয়েছে ১৮০ ডিগ্রি। সৌদির প্রিন্স ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছিলেন কলিন। তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। সদস্যদের সম্মতিতে আইপিএলের টিমগুলো থেকে ধার করার কথাও ভাবতে শুরু করেছিলেন। এখান থেকেই হঠাৎই আলোচনায় চলে আসে রাজস্থান রয়্য়ালস। আইপিএলের এই নামী টিম যাবতীয় ধার শোধ করার পাশাপাশি ক্লাবের পুরো দায়ভার নিতে চায়। আর তা যদি হয়, তা হলে ক্রিকেট ডিরেক্টর ড্যারেন গফ ও কোচ ওটিস গিবসনের চাকরি নাও থাকতে পারে। সে ক্ষেত্রে নতুন কাউকে দায়িত্ব দেবে রাজস্থান।

আইপিএলের টিমের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের রাজস্থান বার্বাডোজ রয়্যালস, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের টিম পার্ল রয়্যালসেরও মালিক। আইিপএলের আরও টিম বিদেশের লিগে নিয়মিত বিনিয়োগ করছে। কিন্তু ইংল্যান্ডের কাউন্টি লিগে কেউই পা রাখতে পারেনি। সে ক্ষেত্রে সচিনের ছেলেবেলার কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার যদি কিনে ফেলতে পারে রাজস্থান, তা হলে নতুন ইতিহাস তৈরি করবে তারা।