মুম্বই: মিতালি রাজ, হরমনপ্রীত কৌরদের কোচ হয়ে আবার জাতীয় টিমে ফিরলেন রমেশ পাওয়ার (Ramesh Powar)। ওয়ান ডে টিমের (ODI) ক্যাপ্টেন মিতালির (Mithali Raj) সঙ্গে ঝামেলার জেরে তাঁকে কোচিং ছাড়তে হয়েছিল। সেই তাঁকেই ডব্লিউভি রামনের (WV Raman) পরবর্তী কোচ হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ রমেশের অভিজ্ঞতা। কোচ হিসেবে বিসিসিআই তাঁর ঘোণষার পর রমেশ টুইট করেছেন, ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একমাত্র লক্ষ্য। বোর্ড আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।’
NEWS: Ramesh Powar appointed Head Coach of Indian Women’s Cricket team
Details ? https://t.co/GByGFicBsX pic.twitter.com/wJsTZrFrWF
— BCCI Women (@BCCIWomen) May 13, 2021
মিতালিদের নতুন কোচ বাছার জন্য ৩৫জন কোচের সাক্ষাত্কার নিয়েছিল মদন লালের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি। তাঁদের মধ্যে আটজনকে প্রাথমিক ভাবে বাছা হয়েছিল। তার মধ্যে ভারতের প্রাক্তন উইকেটকিপার অজয় রাত্রা, প্রাক্তন জাতীয় নির্বাচক হেমলতা কালা সহ আরও তিনজন মহিলা কোচও ছিলেন। এই আটজনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় রমেশকে। মদন বলেছেন, ‘রমেশ মেয়েদের ভারতীয় টিমের কোচিং করিয়েছে। টিম সম্পর্কে ওর পরিষ্কার ধারণা আছে। ও নিজের পরিকল্পনাও গুছিয়ে বলেছিল আমাদের কাছে। তাই ওকেই কোচ হিসেবে সিএসি বেছেছে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ থেকে বাদ পড়েছিলেন মিতালি। কোচ রমেশের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। বোর্ডকে চিঠি পাঠিয়ে রমেশ সম্পর্কে তাঁর অভিযোগ পরিষ্কার জানিয়েছিলেন মিতালি। তার পরই চাকরি গিয়েছিল তাঁর। রমেশ অবশ্য কোচ হিসেবে এর মধ্যে নিজেকে প্রমাণও করেছেন। তাঁর কোচিংয়েই বিজয় হাজারে ট্রফি জিতেছে মুম্বই। মিতালির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন করেছিলেন সিএসির সদস্যরা। মদন বলেছেন, ‘ওকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করার পর ও বলেছিল, আমার দোষ ছিল না ওই ঘটনায়। একই সঙ্গে বলেছে, টিমের কারও সঙ্গেই ওর কাজ করতে সমস্যা নেই।’
বিতর্ক ভুলে রমেশ আপাতত সামনে তাকাচ্ছেন। আগামী বছর নিউজিল্যান্ডে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতীয় টিমকে (Indian women’s cricket team) সাফল্য দিতে মরিয়া রমেশ।
আরও পড়ুন: ব্রিটিশ নাগরিকত্ব মিললে আইপিএল খেলতে পারেন মহম্মদ আমির