India vs West Indies: ‘উত্তেজিত থাকার পাশাপাশি নার্ভাসও ছিলাম’, বললেন বিষ্ণোই
Ravi Bishnoi: অভিষেক ম্যাচে প্রথম ওভারে রবিকে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। নিজের প্রথম ওভারে তিনটে ওয়াইড দিয়ে বসেন রবি। তবে কিছুটা ধাতস্থ হয়েই এগিয়ে যান তিনি।
কলকাতা: প্রতি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে নামা। ২০২০ সালে ছোটদের বিশ্বকাপে খেলেছিলেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। আর আজ ইডেনে কায়রন পোলার্ডদের বিরুদ্ধে ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেক হল রবি বিষ্ণোইয়ের। অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন রবি। ইনিংস বিরতিতে অভিষেক ম্যাচের অনুভূতির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রবি জানান, অভিষেক ম্যাচে উত্তেজিত যেমন ছিলেন, তেমনই নার্ভাসও ছিলেন।
ইনিংস বিরতিতে রবি বিষ্ণোই বলেন, “অভিষেক ম্যাচে খেলতে নেমে আমি উত্তেজিত ছিলাম। তবে এটাও ঠিক আমি কিছুটা নার্ভাসও ছিলাম। ওদের যথেষ্ট শক্তি আছে। তাই চেষ্টা করেছিলাম স্টাম্প টু স্টাম্প বল করার।” ২টো উইকেট নেওয়ার পাশাপাশি একটা ভালো ক্যাচও নেওয়া হয়ে যেত রবির। কিন্তু অল্পের জন্য বাউন্ডারি লাইনে পা লেগে যায় তাঁর। এবং উইকেটের জায়গায়, ছয় পেয়ে যায় ক্যারিবিয়ানরা। এ ব্যাপারে তিনি বলেন, “আমি পিছনের দিকে দেখতে পাইনি। আমার পা যে বাউন্ডারিতে লেগেছিল সেটা বুঝতে পারিনি।”
First international wicket for @bishnoi0056 ??
West Indies 72/3
Live – https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/zIIHwew88l
— BCCI (@BCCI) February 16, 2022
শিশিরের জন্য কী সুবিধা হতে চলেছে, এই প্রশ্নের উত্তরে রবি বলেন, “একটু শিশির তো রয়েছে, তবে আমি মনে করি শিশির থাকলে ব্যাট করার জন্য পিচ আরও ভালো হবে।”
Congratulations to Ravi Bishnoi who is all set to make his debut for Team India.@Paytm #INDvWI pic.twitter.com/LpuE9QuUkk
— BCCI (@BCCI) February 16, 2022
যুব দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর, আইপিএলের মঞ্চেও রবির পারফরম্যান্সই জাতীয় দলে সুযোগ করে দিয়েছে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের আগেই রবির হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন যুজবেন্দ্র চাহাল। অভিষেক ম্যাচে প্রথম ওভারে রবিকে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। নিজের প্রথম ওভারে তিনটে ওয়াইড দিয়ে বসেন রবি। তবে কিছুটা ধাতস্থ হয়েই এগিয়ে যান তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক ম্যাচে তাঁর প্রথম শিকার রস্টন চেজ। এবং ওই ওভারেই দ্বিতীয় সাফল্য হিসেবে পান রোভম্যান পাওয়ালের উইকেট।
আরও পড়ুন: India vs West Indies Live Score, 1st T20 2022: বিষ্ণোই-হর্ষলদের দাপট, ম্যাচ জিততে ভারতের চাই ১৫৮ রান