নয়াদিল্লি: টিমের তাগিদ আর খিদেই টেস্ট র্যাঙ্কিংয়ের (Test Rankings) এক নম্বরে পৌঁছে দিয়েছে ভারতকে (India)। বলছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
বৃহস্পতিবার আইসিসি (ICC) যে র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের থেকে এক পয়েন্টে এগিয়ে বিরাটের টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে যা টিমকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট এক নম্বর জায়গাটা দখল করার পিছনে শুধু বাইশ গজের অসাধারণ লড়াইই নয়, রয়েছে দলগত প্রচেষ্টা, তীব্র খিদেও।
This ??team has shown steely resolve & unwavering focus to be crowned No. 1. It is something the boys have earned fair & square. Rules changed midway but #TeamIndia overcame every hurdle along the way. My boys played tough cricket in tough times. Super proud of this bindass bunch pic.twitter.com/StzcsexCRF
— Ravi Shastri (@RaviShastriOfc) May 13, 2021
শাস্ত্রী টুইটারে লিখেছেন, ‘এই ভারতীয় টিম ইস্পাত কঠিন মানসিকতা দেখানোর সঙ্গে সঙ্গে দারুণ ফোকাসডও ছিল। তবেই এক নম্বর হতে পেরেছে। টিম একটা দারুণ জিনিস অর্জন করতে পেরেছে।’
বিরাট কোহলির (Virat Kohli) টিম এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ও ভয়ঙ্কর। উল্টো দিকে যেই থাকুক না কেন, বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, রোহিত-পন্থরা নিজেদের মেলে ধরছেন। আগ্রাসনের পাশাপাশি হোমওয়ার্ক এই জায়গায় তুলে নিয়ে গিয়েছে ভারতকে। যা মাথায় রেখেই শাস্ত্রী বলছেন, ‘আইসিসির র্যাঙ্কিং নিয়মকানুন হঠাত্ পাল্টে গিয়েছিল। কিন্তু ভারতীয় টিম সেই নিয়মের সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নিতে পেরেছিল বলেই এই সাফল্য পেয়েছে। সোজা কথা বললে, আমার ছেলেরা কঠিন সময়ে কঠিন ক্রিকেট খেলেছে। বিন্দাস টিমের জন্য দারুণ গর্বিত।’
আরও পড়ুন: অলিম্পিক বাতিল হোক, গণবিস্ফোরণ জাপানে